আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের কোচ হলেন বেলিস।—ফাইল চিত্র।
বিশ্বকাপ ফাইনালে তাঁরা ছিলেন যুযুধান দুই প্রতিপক্ষ। ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিস এবং নিউজ়িল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। এ বার আইপিএল মঞ্চে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন তাঁরা। কারণ, পরের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের কোচ হলেন সেই বেলিস। যে সানরাইজার্সের অধিনায়কের নাম উইলিয়ামসন। যে দলে আরও আছেন ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টোরা। বিশ্বকাপে উইলিয়ামসনের হাত থেকে ট্রফি ছিনিয়ে নিয়েছিল বেলিসের ইংল্যান্ড। এ বার বেলিসের লক্ষ্য থাকবে ক্যাপ্টেন কেনের হাতে ট্রফি তুলে দেওয়া।
বিশ্বকাপ শেষ হওয়ার আগেই বেলিস ইঙ্গিত দিয়েছিলেন, তিনি আর ইংল্যান্ডের কোচিং করাবেন না। বিশ্বকাপ জয়ের পরেও বেলিসের মনোভাবে কোনও পরিবর্তন হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন অ্যাশেজ সিরিজের পরে তিনি যে ইংল্যান্ড কোচের দায়িত্ব ছাড়ছেন, তা স্পষ্ট করে দিয়েছেন বেলিস। এর পরেই তাঁকে কোচ করানোর ব্যাপারে আগ্রহ দেখাতে শুরু করে আইপিএলের দলগুলো। শেষ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের দায়িত্ব নিতে রাজি হয়ে যান বেলিস। যা বৃহস্পতিবার সরকারি ভাবে জানিয়ে দিল আইপিএল দলটি। টম মুডির বদলে কোচ করা হল বেলিসকে। এর আগেও আইপিএল এবং বিগ ব্যাশ লিগে সাফল্যের সঙ্গে কোচিং করিয়েছেন বেলিস। ট্রফি দিয়েছেন কেকেআর-কে।