Sports

জন্মদিনে ফিরে দেখা শ্রীনাথের সেরা পারফরম্যান্স

১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন কপিল দেব। হরিয়ানা হ্যারিকেনের অবসরের পর ভারতীয় ক্রিকেটের পেস ব্যাটারির দায়িত্ব এসে পড়ে বেঙ্গালুরুর এই তরুণ ইঞ্জিনিয়ারের উপর। টানা ১২ বছর সেই দায়িত্ব যথেষ্ট দক্ষতার সঙ্গেই পালন করেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৬ ১৫:০০
Share:

পরের বছর কলকাতাতেই পাকিস্তানের বিরুদ্ধে দু’ইনিংস মিলিয়ে মোট ১৩টি উইকেট নেন শ্রীনাথ। টেস্টে এটিই তাঁর একমাত্র ১০ উইকেট।

১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন কপিল দেব। হরিয়ানা হ্যারিকেনের অবসরের পর ভারতীয় ক্রিকেটের পেস ব্যাটারির দায়িত্ব এসে পড়ে বেঙ্গালুরুর এই তরুণ ইঞ্জিনিয়ারের উপর। টানা ১২ বছর সেই দায়িত্ব যথেষ্ট দক্ষতার সঙ্গেই পালন করেন তিনি। বিশ্ব ক্রিকেটের অন্যতম এই ভদ্র পেসার জাভাগাল শ্রীনাথের আজ জন্মদিন। জন্মদিনে ফিরে দেখা ভারতীয় এই পেসারের এক ডজন ম্যাচ উইনিং পারফরম্যান্স।

Advertisement

আরও পড়ুন:
ব্র্যান্ডের দ্বৈরথে ধোনি-বিরাট, কে কোথায় দাঁড়িয়ে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement