ছবি প্রতীকী
অলিম্পিক্স শুরুর চার দিন আগে ইস্তফা দিলেন জাপানের সঙ্গীত পরিচালক কেইগো ওয়ামাডা। তাঁর পুরনো একটি সাক্ষাৎকার সামনে আসার জেরে ইস্তফা দেন তিনি।
১৯৯৫ সালে একটি পত্রিকাকে কেইগো সাক্ষাৎকার দেন। সেখানে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে মজা করেছিলেন তিনি। তাঁর সেই সাক্ষাৎকার নিয়ে বিতর্ক শুরু হওয়ায় ইস্তফা দিলেন কেইগো।
অলিম্পিক্সের উদ্বোধন অনুষ্ঠানে কেইগো সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন। অলিম্পিক্সের পাশাপাশি প্যারা অলিম্পিক্সও আয়োজিত হচ্ছে টোকিয়োতে। সেই কারণে আরও বেশি অনুতপ্ত কেইগো। টুইটারে তিনি লেখেন, ‘এই অলিম্পিক্সের কাজে আমার থাকা অনেকেই পছন্দ করছেন না। সে কারণেই আমার ইস্তফাপত্র জমা দিলাম।’
তিনি আরও লেখেন, ‘আমি ক্ষমা চাইছি। যখন এই সাক্ষাৎকার নেওয়া হয়েছিল তখন আমি খুব পরিণত ছিলাম না।’
কেইগো ওয়ামাডা টুইটার