এক মঞ্চে ভারতের পদক জয়ীরা টুইটার
অনুষ্ঠান শেষে বাবা মায়ের সঙ্গে দেখা করলেন নীরজ। কেঁদে ফেললেন নীরজের বাবা-মা। বাবাকে পদক পরিয়ে দিলেন নীরজ।
আগেই সংবর্ধনা পেয়েছেন এই দুই ক্রীড়াবিদ। সেই কারণে সোমবার দিল্লি আসছেন না তাঁরা।
সোনার ছেলে নীরজকে সংবর্ধনা দেওয়া হল। ''আমার নয় এই সোনা গোটা দেশের। আমি সবসময় পদক সাথে নিয়েই ঘুরছি।'' জানালেন নীরজ
শ্রীজেশকে ওয়াল অফ ইন্ডিয়া বলা হলেও সবিতাকেই এই নামে ডাকতে চান পুরুষ হকি দলের অধিনায়ক।
''তারুণ্য আর অভিজ্ঞতার ভারসাম্যেই এসেছে সাফল্য।'' বললেন রিড়।
গোলরক্ষক শ্রীজেশ, হরমনপ্রীত সিংহ, বীরেন্দ্র লাকরা সহ গোটা দলকে সংবর্ধনা। ব্রোঞ্জ জেতার জন্য সংবর্ধনা পেলেন তাঁরা। ৪১ বছর পর হকিতে পদক জিতল ভারত।
প্রশিক্ষকের সাথে সংবর্ধনা পেলেন লভলিনা। ''দেশে ফিরে দারুণ লাগছে। ভবিষ্যতে আরও ভাল করে দেখাতে চাই। সোনা জেতার লক্ষ্য ছিল। থাকবেও।'' জানিয়ে দিলেন লভলিনা
শাল, ফুল ও স্মারক দিয়ে সংবর্ধনা দেওয়া হল ব্রোঞ্জজয়ী বজরং পুনিয়াকে। ''আজ মনে হচ্ছে ফের পদক জিতলাম'' বললেন পুনিয়া।
''২০২৪ ও ২০২৮ অলিম্পিক্সে আরও পদক আসবে।'' বললেন অনুরাগ
''সবচেয়ে বেশি অলিম্পিক পদক জিতেছে ভারত। নীরজ সোনা জিতেছে। টোকিয়োতে জাতীয় সঙ্গীত যখন বাজছিল ভারতীয়দের গর্বে বুক ভরে গিয়েছিল। ভারতের মহিলারাও দেখিয়ে দিয়েছেন। অদিতি অশোক দারুণ খেলেছেন'' বললেন অনুরাগ।
সাত পদকজয়ীকে সংবর্ধনা দেবে এক মোবাইল প্রস্তুতকারক সংস্থা। অনুষ্ঠানে ভিডিয়ো কলে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী