Tokyo Olympics

Tokyo Olympics: অনুরাগীদের ভালবাসায় কি ঘুরে দাঁড়াচ্ছেন সিমোনে বাইলস? কী জানালেন টুইট করে

রিয়ো অলিম্পিক্সে একাধিক সোনাজয়ী জিমন্যাস্ট মানসিক স্বাস্থ্য ঠিক নয় বলে এখনও কোনও ইভেন্টের ফাইনালে নামেননি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২১ ১৪:৩৩
Share:

সিমোনে বাইলস। ছবি: রয়টার্স

একের পর এক ইভেন্ট থেকে সরে দাঁড়াচ্ছেন সিমোনে বাইলস। রিয়ো অলিম্পিক্সে একাধিক সোনাজয়ী জিমন্যাস্ট বাইলস মানসিক স্বাস্থ্য ঠিক নয় বলে এখনও কোনও ইভেন্টের ফাইনালে নামেননি। তবে বৃহস্পতিবার একটি টুইটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন বাইলস।

আমেরিকার ২৪ বছরের জিমন্যাস্ট টুইট করে লেখেন, ‘যে ভালবাসা এবং সমর্থন আমি পেয়েছি তাতে বুঝতে পেরেছি জিমন্যাস্টিক্সে সাফল্যের বাইরেও আমার একটা অস্তিত্ব রয়েছে। যা আগে বিশ্বাসই করতাম না।’

Advertisement

তবে কী অনুরাগীদের ভালবাসায় আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন বাইলস? এখনও চারটি ইভেন্টে নামা বাকি তাঁর। ১ অগস্ট থেকে শুরু হবে সেই ইভেন্টগুলি। তাতে কি দেখা যাবে বাইলসকে?

মঙ্গলবার দলগত ইভেন্টের পর বুধবার একটি ব্যক্তিগত ইভেন্টের ফাইনাল থেকেও নাম সরিয়ে নিয়েছিলেন আমেরিকার তারকা জিমন্যাস্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement