Kiren Rijiju

Tokyo Olympics: দেশে ফিরেই প্রিয় পিৎজা পেয়ে গেলেন চানু, দেখুন কী ভাবে

রুপো জেতার পরই পিৎজা খেতে চেয়েছিলেন চানু

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ০০:২৩
Share:

চানুর সঙ্গে পিৎজা খাচ্ছেন কিরেণ রিজেজু টুইটার

অলিম্পিক্সে রুপো জিতে দেশে ফিরতেই নিজের প্রিয় খাবারের স্বাদ পেলেন মীরাবাই চানু। তাঁকে সংবর্ধনা জানালেন কেন্দ্রের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অনুরাগ ঠাকুর। অনুষ্ঠানের পর কেন্দ্রের আইন মন্ত্রী কিরেণ রিজিজুর সঙ্গে প্রিয় পিৎজা খেতে দেখা যায় চানুকে। শনিবার রুপো জেতার পরই পিৎজা খেতে চেয়েছিলেন চানু।

Advertisement

এই অনুষ্ঠানে রিজিজু ছাড়াও ছিলেন কেন্দ্রের পর্যটন মন্ত্রী কিষান রেড্ডি, ক্রীড়া প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক ও চানুর প্রশিক্ষক বিজয় শর্মা।

সোমবারই টোকিয়ো থেকে দিল্লি ফিরেছেন চানু ও তাঁর প্রশিক্ষক বিজয়। বিমানবন্দরে তাঁদের ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রুপো জয়ী চানুর সঙ্গে ছবি নিজের টুইটারে পোস্ট করেছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী রিজিজু।

Advertisement

টুইটারে রিজিজু লিখেছেন, ‘অলিম্পিক্সে দেশের সম্মানের জন্য লড়াই করেন ক্রীড়াবিদরা। চানু আমাদের দেশকে গর্বিত করেছে।’

সংবর্ধিত হলেন চানু টুইটার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement