অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে আনন্দে আত্মহারা ভারতীয় গোলরক্ষক শ্রীজেশ। ছবি: রয়টার্স
৪১ বছর পর পদক জয়। টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতল ভারতীয় হকি দল। সেই আনন্দে আত্মহারা ভারতীয় গোলরক্ষক শ্রীজেশ। সাফল্যের শিখরে ওঠার আনন্দে তিনি উঠে পড়লেন গোলপোস্টের মাথায়।
বৃহস্পতিবার জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জেতে ভারত। গোটা ম্যাচে জার্মানির একাধিক পেনাল্টি কর্নার বাঁচিয়েছেন শ্রীজেশ। ম্যাচের শেষ মুহূর্তে জার্মানির একাধিক আক্রমণ এসে ধাক্কা খেয়েছে তাঁর সামনে। ভারতীয় গোলের সামনে যেন দেওয়াল তুলে দিয়েছিলেন শ্রীজেশ। ম্যাচ শেষে সেই দেওয়ালেই উঠে বসে পড়লেন তিনি। বুঝিয়ে দিলেন তাঁর আধিপত্য।
সাফল্যের শিখরে ওঠার আনন্দে তিনি উঠে পড়লেন গোলপোস্টের মাথায়। ছবি: রয়টার্স
শুধু ফাইনাল ম্যাচ নয়, এ বারের অলিম্পিক্সে নিজেকে যেন অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন শ্রীজেশ। একাধিক পেনাল্টি কর্নার বাঁচিয়েছেন। তাঁর জন্যই বহু ম্যাচেই অজস্র নিশ্চিত গোল খেতে হয়নি ভারতকে। ভারতীয় দলের সাফল্যের অন্যতম মুখ শ্রীজেশ।