Novak Djokovic

Tokyo Olympics: অলিম্পিক্সে নামবেন কিনা ঠিক নেই, জানিয়ে দিলেন জোকোভিচ

গত বৃহস্পতিবার অলিম্পিক্স উদ্যোক্তারা জানিয়ে দেন, স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ জুলাই ২০২১ ০১:৪০
Share:

ছবি রয়টার্স।

উইম্বলডন জিতে রজার ফেডেরার, রাফায়েল নাদালকে ছোঁয়ার কিছুক্ষণের মধ্যে ভয়ের কথাটা জানিয়ে দিলেন নোভাক জোকোভিচ। অলিম্পিক্সে তিনি অনিশ্চিত। করোনার ভয়ে তিনি জাপানে নাও যেতে পারেন।

Advertisement

ষষ্ঠ বার উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার পর জোকোভিচ বলেন, ‘‘আমাকে এখন অলিম্পিক্স নিয়ে ভাবতে হবে। গত দু’ দিন ধরে যা শুনছি, তাতে এখন আমার অলিম্পিক্সে খেলার সম্ভাবনা ৫০-৫০। কিছু দিন আগে পর্যন্তও মনে হয়েছিল অলিম্পিক্সে নামব। কিন্তু এখন এটা নিয়ে দোলাচলে আছি।’’

গত বৃহস্পতিবার অলিম্পিক্স উদ্যোক্তারা জানিয়ে দেন, স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে না। জোকোভিচ বলেন, ‘‘খুব একটা ভাল খবর নয়। এটা শুনে খুব খারাপ লেগেছে।’’

Advertisement

গেমস ভিলেজের কড়াকড়ি নিয়েও চিন্তিত তিনি। বলেন, ‘‘প্রচুর বিধি নিষেধ থাকবে। বাকি অ্যাথলিটদের খেলা দেখা যাবে না। আমি সম্ভবত আমার পুরো দল নিয়ে যেতে পারব না। কতজন নিয়ে যাওয়া যাবে, সেই সংখ্যাটা বেঁধে দেওয়া হয়েছে। অথচ দলের প্রত্যেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে অলিম্পিক্সে যাব কিনা, সেটা নিয়ে ভাবতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement