টোকিয়ো অলিম্পিক্সের পদক। ছবি টুইটার
প্রতি বারই অলিম্পিক্সের পদক তৈরি হয় বিভিন্ন উপাদান দিয়ে। টোকিয়ো অলিম্পিক্সও তার ব্যতিক্রম নয়।
এবার অলিম্পিক্সের পদক তৈরি হচ্ছে ফেলে দেওয়া ল্যাপটপ এবং স্মার্টফোন দিয়ে। এই যন্ত্রাংশগুলিকে পুনরায় ব্যবহারযোগ্য করে তুলে তা দিয়ে পদক তৈরি হচ্ছে।
অতীতে গাড়ির যন্ত্রাংশ, বাতিল হওয়া যন্ত্র, লোহা ইত্যাদি দিয়ে তৈরি করা হয়েছিল পদক।
আয়োজন এবং প্রস্তুতি শেষ বারের মতো খতিয়ে দেখতে আগামী ৮ জুলাই জাপানে যাচ্ছেন আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রধান টমাস বাখ।
অলিম্পিক্সের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, তিনি সম্পূর্ণ টিকার ডোজ নিয়েই জাপানে পা দিচ্ছেন। ক্রীড়াবিদরা যে নিয়মের মধ্যে দিয়ে যাবেন, তাঁকেও সেই নিয়ম মেনে চলতে হবে।
জাপানে পা দিলেও ইচ্ছেমতো এদিক-সেদিক ঘোরার সুযোগ থাকছে না তাঁর। বেশির ভাগ কাজই করতে হবে ভার্চুয়াল মাধ্যমে। ১৭ জুলাই হিরোশিমা যাবেন তিনি।