ফাইনালে উঠতে পারলেন না বজরং। ফাইল ছবি
সেমিফাইনালে হারলেন বজরং পুনিয়া। হাজি আলিয়েভের কাছে ৫-১২ পয়েন্টে হারলেন তিনি। রেপেশাজে লড়বেন ব্রোঞ্জ পদকের জন্য।
প্রথম রাউন্ড শেষে ১-৪ পিছিয়ে গেলেন বজরং। দরকার প্রত্যাবর্তন।
আর কিছুক্ষণ পরেই তিন বারের বিশ্বচ্যাম্পিয়ন আজারবাইজানের হাজি আলিয়েভের বিরুদ্ধে সেমিফাইনালে নামবেন বজরং।
টোকিয়ো অলিম্পিক্সে পদক জয়ের লড়াইয়ে ভারতীয় গল্ফার অদিতি অশোক। তৃতীয় রাউন্ডের শেষে দুই নম্বরে রয়েছেন তিনি। শনিবার চতুর্থ রাউন্ডের খেলা। তবে খারাপ আবহাওয়ার কারণে সেই খেলা নাও হতে পারে। সেই ক্ষেত্রে তৃতীয় রাউন্ডের ফলের ভিত্তিতেই পদক দেওয়া হবে। রুপো জিততে পারেন অদিতি।
আজারবাইজানের হাজি আলিয়েভের মুখোমুখি হবেন বজরং, যিনি রিয়োতে ব্রোঞ্জ জিতেছিলেন। ভারতীয় সময় দুপুর ২.৪৫ থেকে শুরু হবে লড়াই।
দুরন্ত টেকডাউনে ইরানের প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালে বজরং।
কোয়ার্টারে ইরানির ঘিয়াসি মোর্তেজা চেকার বিরুদ্ধে নামবেন বজরং।
রেপেশাজের সুযোগ পাবেন না সীমা বিসলা। তাঁর প্রতিপক্ষ কোয়ার্টার ফাইনালেই হেরে গেলেন।
স্কোর ৩-৩ ফলে টাই ছিল। কিন্তু প্রথম রাউন্ডে প্রতিপক্ষকে করা টেক ডাউনের সুবাদে জিতে গেলেন বজরং।
বিপক্ষ পেনাল্টি পাওয়ায় অলিম্পিক্সের প্রথম পয়েন্ট পেলেন বজরং।
কিরঘিজস্তানের এর্নাজার আকমাতালিয়েভের বিরুদ্ধে লড়বেন তিনি।
প্রথম রাউন্ডেই হেরে গেলেন সীমা। টিউনিশিয়ার সারা হামদি ৩-১ হারালেন তাঁকে।
পেনাল্টি হিসেবে সীমাকে ৩০ সেকেন্ডের মধ্যে পয়েন্ট স্কোর করতে হত। সেটা না হওয়ায় পয়েন্ট পেলেন হামদি।