Amit Panghal

Tokyo Olympics: অলিম্পিক্সে পা রাখার আগেই ভারতের অমিত পঙ্ঘল বিশ্বের এক নম্বর বক্সার

কৃষক পরিবারের ছেলে অমিতের কাছে বক্সিংয়ের অনুপ্রেরণা ছিলেন তাঁর দাদা অজয় পঙ্ঘল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জুন ২০২১ ১২:৪০
Share:

অমিত পঙ্ঘল। ছবি: টুইটার থেকে

বক্সিংয়ে পদক জয়ের আশা বাড়ালেন অমিত পঙ্ঘল। টোকিয়ো অলিম্পিক্সে বিশ্বের এক নম্বর বক্সার হিসেবে পা রাখবেন তিনি। ৫২ কেজি বিভাগে অলিম্পিক্স কমিটির বক্সিং টাস্ক ফোর্সের ক্রমতালিকায় এই মুহূর্তে বিশ্বের এক নম্বর অমিত।

Advertisement

২০১৮ সালে জাকার্তায় এশিয়ান গেমসে সোনাজয়ী অমিতের চোখ এখন অলিম্পিক্সে। যে ন’জন ভারতীয় বক্সার অলিম্পিক্সে যাবেন, তাঁদের মধ্যে একমাত্র অমিতই ক্রমতালিকায় এতটা ওপরে রয়েছেন। বাকিদের কেউই প্রথম তিনে নেই। ২৫ বছরের তরুণ বক্সারকে যা অবশ্যই অনুপ্রেরণা দেবে।

কৃষক পরিবারের ছেলে অমিতের কাছে বক্সিংয়ের অনুপ্রেরণা তাঁর দাদা অজয় পঙ্ঘল। ভারতীয় সেনায় কর্মরত অজয় এক সময় অপেশাদার বক্সার ছিলেন। তাঁর অনুপ্রেরণাতেই ২০০৭ সালে স্যর ছটুরাম বক্সিং অ্যাকাডেমিতে ভর্তি হন অমিত। ২০১৭ সালে প্রথম বার এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে নেমেই ব্রোঞ্জ জেতেন তিনি। নজর কাড়েন এই বক্সার। ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে রুপো জেতেন অমিত। সেই বছরেই এশিয়ান গেমসে সোনা জয়। অমিতকে ঘিরে অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন দেখতেই পারে ভারত।

Advertisement

ক্রমতালিকায় ১ নম্বরে থাকায় অলিম্পিক্সে কোয়ার্টার ফাইনালের আগে খুব কঠিন প্রতিযোগীর বিরুদ্ধে খেলতে হবে না অমিতকে। তবে তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন ফ্রান্সের বিল্লাল বেন্নামা (ক্রমতালিকায় ২ নম্বর), আলজেরিয়ার মহামেদ ফ্লিসি (ক্রমতালিকায় ৩ নম্বর) চিনের হু জিয়াঙ্গুয়ান (ক্রমতালিকায় ৪ নম্বর) এবং উজবেকিস্তানের শাখোবিদিন জয়রভ (ক্রমতালিকায় ৫ নম্বর)। এঁদের মধ্যে বেন্নামা এবং জিয়াঙ্গুয়ানকে আগে হারিয়েছেন অমিত। জয়রভের বিরুদ্ধে ৩ বার লড়েও জয় আসেনি। ফ্লিসির বিরুদ্ধে এখনও খেলেননি তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement