Deepika Kumari

Tokyo Olympics: অলিম্পিক্স তিরন্দাজিতে পর পর ভুটান আর আমেরিকাকে হারিয়ে প্রি-কোয়ার্টারে দীপিকা কুমারী

প্রথম সেটে ২৫-২৬ ব্যবধানে হারেন দীপিকা। দ্বিতীয় সেটে ২৮-২৫ ব্যবধানে জিতে লড়াইয়ে ফিরে আসেন তিনি। তৃতীয় সেটেও ফের জয় তুলে নেন দীপিকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৪:৫৮
Share:

দীপিকা কুমারী টুইটার

দ্বিতীয় রাউন্ডেই জিতেগেলেন দীপিকা কুমারী। দ্বিতীয় রাউন্ডে আমেরিকার মুনিকো ফার্নান্দেজের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথম সেটে হারতে হলেও দ্বিতীয় সেটে ফিরে আসেন ভারতের তিরন্দাজ

Advertisement

প্রথম সেটে ২৫-২৬ ব্যবধানে হারেন দীপিকা। দ্বিতীয় সেটে ২৮-২৫ ব্যবধানে জিতে লড়াইয়ে ফিরে আসেন তিনি। তৃতীয় সেটেও ফের জয় তুলে নেন দীপিকা। ২৭-২৫ ব্যবধানে। তবে চতুর্থ সেট হারতে হয় তাঁকে। মুনিকো এই সেটে জয় পান ২৪-২৫ ব্যবধানে। পঞ্চম সেটে ২৪-২৫ ব্যবধানে জিতে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করেন ভারতের এই তিরন্দাজ।

এই জয়ের ফলে পদকের আরও কাছে চলে এলেন বিশ্বের এক নম্বর তিরন্দাজ। ছেলেদের ব্যক্তিগত বিভাগে প্রবীণ যাদবকে দ্বিতীয় রাউন্ডে হারতে হলেও মহিলাদের বিভাগে জয় পেলেন দীপিকা।

Advertisement

দীপিকা কুমারী ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement