Tokyo Olympic2020

Tokyo Olympics: বিশ্বের এক নম্বরের কাছে হেরে প্রি কোয়ার্টার থেকে বিদায় তিরন্দাজ প্রবীণের

দ্বিতীয় রাউন্ডে প্রবীণকে স্ট্রেট সেটে হারান ইলিসন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৩:২৭
Share:

প্রবীণ যাদব টুইটার

বিশ্বের দু’নম্বরকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠলেও বিশ্বের এক নম্বর আমেরিকার ব্র্যাডি ইলিসনের কাছে হেরে গেলেন ভারতের তিরন্দাজ প্রবীণ যাদব। ছেলেদের ব্যক্তিগত বিভাগে প্রথম রাউন্ডে জয় পান তিনি। তিনটি সেটেই প্রতিপক্ষ রাশিয়ার বাজারঝাপোভকে হারিয়ে দেন ভারতের এই তিরন্দাজ।

Advertisement

দ্বিতীয় রাউন্ডে খেলার ফল ২৭-২৮, ২৬-২৭, ২৩-২৬। কিন্তু বড় ম্যাচের চাপ সামলাতে ব্যর্থ হলেন প্রবীণ। প্রথম রাউন্ডে আশা জাগালেও দ্বিতীয় রাউন্ডেই ছিটকে যেতে হল তাঁকে।

দ্বিতীয় রাউন্ডে ভাল শুরু করলেও দ্বিতীয় শটে এক পয়েন্ট কম থাকায় প্রথম সেটে হারতে হয় প্রবীণকে। দ্বিতীয় সেটেও প্রথমেই ১০ পয়েন্ট পেয়ে যান ভারতের তিরন্দাজ। তবে শেষে ৭ পয়েন্ট পাওয়ায় ফের দ্বিতীয় সেট হাতছাড়া হয় তাঁর। তবে তৃতীয় সেটে আধিপত্য নিয়েই জেতেন এলিসন।

Advertisement

এর আগে ভারতের আরও এক তিরন্দাজ তরুণদীপও ছিটকে গিয়েছিলেন দ্বিতীয় রাউন্ড থেকে।

আরও পড়ুন:

প্রবীণ যাদব ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement