দীপিকা কুমারী। —ফাইল চিত্র
পদক জয়ের জন্য ভারত যাঁদের দিকে তাকিয়ে, তাঁদের মধ্যে অন্যতম দীপিকা কুমারী। তবে বাছাই পর্ব খুব ভাল গেল না বিশ্বের এক নম্বর মহিলা তিরন্দাজের জন্য। নবম স্থানে শেষ করলেন তিনি। যদিও অলিম্পিক্স থেকে ছিটকে যাননি দীপিকা।
৭২টি তির মেরে ৬৬৩ পয়েন্ট সংগ্রহ করেছেন দীপিকা। পরের পর্বে তিনি মুখোমুখি হবেন ভুটানের কর্মার। দক্ষিণ কোরিয়ার অ্যান সান (৬৮০ পয়েন্ট) বাছাই পর্বে শীর্ষ স্থান পেয়েছেন। প্রথম তিনটি স্থানই দক্ষিণ কোরিয়ার দখলে। দ্বিতীয় স্থানে রয়েছেন জ্যাং মিনহি (৬৭৭ পয়েন্ট) এবং তৃতীয় স্থানে রয়েছেন চেইয়ং কাং (৬৭৫ পয়েন্ট)।
বাছাই পর্বে প্রথম রাউন্ডের শেষে চতুর্থ স্থানে ছিলেন দীপিকা। শুরুটা ভালই করেছিলেন তিনি। কিন্তু তার পর থেকেই যেন ছন্দ হারালেন। শেষ করলেন নবম স্থানে।
ভারতের পুরুষ দল খেলতে নামবে ভারতীয় সময় সকাল সাড়ে ৯টায়। সেখানে নজর থাকবে বাংলার অতনু দাসের দিকে। যিনি দীপিকার স্বামীও। অতনুর সঙ্গী হবেন তরুণদীপ রাই এবং প্রবীণ যাদব।