PV Sindhu

Tokyo Olympics: পদক জেতার পর ৫-৬ সেকেন্ড সব ফাঁকা হয়ে গিয়েছিল, বলছেন সিন্ধু

তাঁর সাফল্যের পেছনে প্রশিক্ষককে কৃতিত্ব দিচ্ছেন সিন্ধু। সেমিফাইনালে হারের পর ভেঙে পড়া ভারতীয় শাটলারকে উদ্বুদ্ধ করার কাজটা করেছিলেন প্রশিক্ষক ও ফিজিও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২১ ১৯:৫৮
Share:

পিভি সিন্ধু টুইটার

রবিবার চিনের বিংজিয়ায়োর বিরুদ্ধে স্ট্রেট সেটে জেতার পর কিছুক্ষণ সবটাই ফাঁকা হয়ে গিয়েছিল। জানালেন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী পিভি সিন্ধু। তিনি বলেন, ‘‘শেষ পয়েন্ট না পাওয়া পর্যন্ত আমি নিশ্চিত হতে পারছিলাম না। পয়েন্টটা জেতার পর আমি ৫-৬ সেকেন্ড কিছুই বুঝতে পারিনি। সবটাই যেন ফাঁকা হয়ে গেল। এরপর আমি চিৎকার করে উঠে প্রশিক্ষক পার্ক তাই সাংকে জড়িয়ে ধরি।’’

Advertisement

তাঁর সাফল্যের পিছনে প্রশিক্ষককে কৃতিত্ব দিচ্ছেন সিন্ধু। সেমিফাইনালে হারের পর ভেঙে পড়া ভারতীয় শাটলারকে উদ্বুদ্ধ করার কাজটা করেছিলেন প্রশিক্ষক ও ফিজিও।

সিন্ধু বলেন, ‘‘সেমিফাইনালে হারের পর আমি ভেঙে পড়েছিলাম। সেই সময় পার্ক আমার পাশে ছিলেন। তখন উনি আমাকে বোঝান তৃতীয় হওয়া আর চতুর্থ হওয়ার মধ্যে অনেক পার্থক্য। ফিজিও আমাকে উদ্বুদ্ধ করেন। রবিবার সকালে উঠে আমি ঠিক করি আমার সেরাটা দেব। দেশের জন্য পদক আনব।’’

Advertisement

নিজের লক্ষ্য পূরণ করতে পেরে গর্বিত সিন্ধু। প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হিসেবে দুটি অলিম্পিক্স পদক পেয়ে গেলেন তিনি।

প্যারিস অলিম্পিক্সেও খেলতে চান সিন্ধু। তবে এখনও অনেক দিন হাতে সময় রয়েছে। তাই পরের অলিম্পিক্স নিয়ে এখনই ভাবতে নারাজ। নিজের ব্রোঞ্জ জয় পরিবার ও অনুরাগীদের উৎসর্গ করছেন তিনি। সিন্ধু বলেন, ‘‘প্যারিস অলিম্পিক্সের জন্য অনেক সময় রয়েছে। আমি আমার পদক আমার পরিবার আর অনুরাগীদের উৎসর্গ করছি। প্রত্যেকে আমার জন্য প্রার্থনা করেছেন, ভালবাসা দিয়েছেন। আমি কৃতজ্ঞ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement