Today’s Sports Events

আইএসএলে জয়ে ফেরার লক্ষ্যে মোহনবাগান, তৃতীয় টি২০-র আগে ভারতীয় দলের খবর, আর কী কী

আইএসএলে পর পর দু’ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে মোহনবাগান। আজ বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ে ফেরার লক্ষ্যে নামবে সবুজ-মেরুন। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে ভারতীয় দলের খবরও রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ০৬:২৫
Share:

—ফাইল চিত্র ।

আইএসএলে পর পর দু’ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে মোহনবাগান। আজ বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ে ফেরার লক্ষ্যে নামবে সবুজ-মেরুন। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে ভারতীয় দলের খবরও রয়েছে। রয়েছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ় টেস্ট। মহমেডানের খবরও রয়েছে।

Advertisement

আইএসএলে জয়ে ফেরার লক্ষ্যে মোহনবাগান

আইএসএলে নিজেদের পথ নিজেরাই কঠিন করেছে মোহনবাগান। গত দু’টি ম্যাচ ড্র করেছে তারা। ফলে পয়েন্ট নষ্ট হয়েছে। এই পরিস্থিতিতে আজ ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামবে বাগান। সুনীল ছেত্রীদের হারিয়ে আবার জয়ের পথে ফিরতে চাইছে বাগান। এই ম্যাচে পয়েন্ট নষ্ট করলে আরও চাপ বাড়বে সবুজ-মেরুনের উপর। আজ, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু খেলা। টেলিভিশনে খেলা দেখা যাবে স্টার স্পোর্টস ও স্পোর্টস ১৮ চ্যানেলে। ডিজিটাল মাধ্যমে দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।

Advertisement

মঙ্গলবার রাজকোটে তৃতীয় টি-টোয়েন্টি, তার আগে ভারতীয় দলের সব খবর

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

মঙ্গলবার রাজকোটে তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচ জিতলেই সিরিজ় জিতে যাবে ভারত। তার আগে ভারতীয় দল চিন্তায় চোট নিয়ে। নীতীশ রেড্ডি নেই। রিঙ্কু সিংহ খেলতে পারবেন কি না নিশ্চিত নয়। দলের সঙ্গে যোগ দিয়েছেন রমনদীপ সিংহ ও শিবম দুবে। ভারতীয় দল সংক্রান্ত সব খবর রয়েছে।

সিরিজ় জিতবে পাকিস্তান? না ঘুরে দাঁড়াবে ওয়েস্ট ইন্ডিজ়

প্রথম টেস্ট জিতে সিরিজ়ে এগিয়ে রয়েছে পাকিস্তান। কিন্তু দ্বিতীয় টেস্ট যে কোনও দলই জিততে পারে। প্রথম ইনিংসে ৯ রানের লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। দ্বিতীয় ইনিংসে ২৪৪ রান করেছে তারা। পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য ২৫৪ রান। দ্বিতীয় দিনের শেষে পাকিস্তানের রান ৪ উইকেটে ৭৬। এখনও ১৭৮ রান দরকার তাদের। তৃতীয় দিন খেলা কোন দিকে যায় সেটাই দেখার। খেলা দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।

স্পনসর সমস্যার মাঝেই মহমেডানের খেলার খবর

স্পনসর সমস্যায় পড়েছে মহমেডান। তাদের আইএসএল খেলা নিয়েও সংশয় তৈরি হয়েছে। তার মাঝেই মাঠে নামছে তারা। রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে খেলা ছিল মহমেডানের। সেই সংক্রান্ত সব খবর থাকছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement