Today’s Sports Events

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের দু’টি দলের সব খবর, থাকছে আইপিএল নিলামের খবর

অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। অস্ট্রেলিয়া থেকে কোহলিদের সব খবর। দক্ষিণ আফ্রিকায় খেলছেন সূর্য, বুমরারা। সেখান থেকে ভারতীয় দলের সব খবর। থাকছে আইপিএলের নিলামের খবরও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ০৭:০৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। যাননি অধিনায়ক রোহিত শর্মা। প্রথম টেস্টে রোহিত যদি খেলতে না পারেন, তা হলে অধিনায়কত্ব করবেন যশপ্রীত বুমরা। অস্ট্রেলিয়া থেকে বিরাট কোহলিদের সব খবর।

Advertisement

দক্ষিণ আফ্রিকায় সাদা বলের ক্রিকেট খেলছে ভারত। এই দলে রয়েছেন সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরারা। দক্ষিণ আফ্রিকা থেকে ভারতীয় দলের সব খবর। থাকছে আইপিএলের নিলামের খবরও।

অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন কোহলিরা, ভারতের সব খবর

Advertisement

অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। দলের সঙ্গে যাননি শুধু এক জনই। তিনি অধিনায়ক রোহিত শর্মা। কোচ গৌতম গম্ভীরও নিশ্চত নন অধিনায়াককে কবে থেকে পাওয়া যাবে। তিনি শুধু এটা জানিয়েছেন, প্রথম টেস্টে রোহিত যদি খেলতে না পারেন, তা হলে অধিনায়কত্ব করবেন যশপ্রীত বুমরা। অস্ট্রেলিয়া থেকে বিরাট কোহলিদের সব খবর।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্যাচের সিরিজ় এখন ১-১, সূর্যকুমার যাদবদের সব খবর

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বিরাট কোহলি, যশপ্রীত বুমরারা যখন অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন, তখন ভারতের অন্য দল সাদা বলের ক্রিকেট খেলছে দক্ষিণ আফ্রিকায়। সূর্যকুমার যাদবের নেতৃত্বে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় রয়েছে দক্ষিণ আফ্রিকায়। প্রথম ম্যাচে জেতার পর দ্বিতীয় ম্যাচে হেরে গিয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকা থেকে ভারতীয় দলের সব খবর।

আইপিএলের নিলামের আর ১২ দিন, ১০ দলের খবর

আর ১২ দিন বাকি। তার পরেই আইপিএলের নিলাম। চলছে ১০টি দলের প্রস্তুতি। কোন দল কাদের নিতে পারে? কী ভাবে তৈরি হচ্ছে দলগুলি? সব খবর।

কলকাতায় দাবা, কার বিরুদ্ধে খেলবেন কার্লসেন, প্রজ্ঞারা?

কলকাতায় বসছে দাবার আসর। কাল থেকে প্রতিযোগিতা। আজ সূচি ঘোষণা। থাকছেন ম্যাগনাস কার্লসেন, রমেশবাবু প্রজ্ঞানন্দ, অর্জুন ইরিগাসি, কোনেরু হাম্পি, দ্রনোভালি হারিকার মতো তারকা। এই প্রতিযোগিতার সব খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement