Today’s Sports Events

দ্বিতীয় টেস্ট জিতে ২-০ করবে ভারত? রয়েছে বিশ্বকাপে মহিলা দলের প্রস্তুতি ম‍্যাচ, ইরানি কাপ

চতুর্থ দিন ভারত বনাম বাংলাদেশ টেস্টের পুরো খেলাই হয়েছে। পঞ্চম দিনে ভারতের সামনে জয়ের সম্ভাবনা থাকছে। এ দিনই রয়েছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। ইরানি কাপ শুরু হচ্ছে মঙ্গলবারই। সন্ধ্যায় রয়েছে আইএসএলের ম্যাচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৪ ০৬:৪৩
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

প্রায় তিন দিন নষ্ট হওয়ার পর চতুর্থ দিন ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের পুরো খেলাই হয়েছে। ঝোড়ো ব্যাটিং করে বাংলাদেশের থেকে লিড নিয়েছে ভারত। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে দুই উইকেট হারিয়েছে। পঞ্চম দিনে ভারতের সামনে জয়ের সম্ভাবনা থাকছে।

Advertisement

এ দিনই রয়েছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। সন্ধ্যাবেলায় খেলতে নামবেন হরমনপ্রীত কৌরেরা। ঘরোয়া ক্রিকেটও রয়েছে। ইরানি কাপ শুরু হচ্ছে মঙ্গলবারই। সন্ধ্যাবেলায় রয়েছে আইএসএলের ম্যাচও।

কানপুর টেস্টের পঞ্চম দিনে জিতবে ভারত?

Advertisement

চতুর্থ দিনে ঝোড়ো ব্যাটিংয়ের জেরে দ্বিতীয় টেস্টেও ভাল জায়গায় রয়েছে ভারত। ২৬ রানে এগিয়ে রয়েছে তারা। বাংলাদেশ দু’টি উইকেট হারিয়েছে। পঞ্চম দিনের দ্রুত বাংলাদেশের বাকি আটটি উইকেট ফেলে দিতে পারলে ভারতের সামনে জয়ের সুযোগ থাকবে। খেলা শুরু সকাল ৯.৩০ থেকে। দেখা যাবে স্পোর্টস ১৮-১ চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।

মহিলাদের টি২০ বিশ্বকাপে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ভারতের, বিপক্ষে দক্ষিণ আফ্রিকা

গ্রাফিক: সনৎ সিংহ।

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে ভারত। বিপক্ষে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়‌কে ২০ রানে হারিয়েছেন হরমনপ্রীত কৌররা। ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০টা থেকে। দেখা যাবে স্টার স্পোর্টসের চ্যানেল এবং হটস্টার অ্যাপে।

ইরানি কাপ শুরু, মুম্বইয়ের সামনে অবশিষ্ট ভারত

রঞ্জি ট্রফি জয়ী মুম্বই ইরানি কাপে খেলতে নামবে অবশিষ্ট ভারতের বিরুদ্ধে। মুম্বইকে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে। দলে থাকবেন পৃথ্বী শ, শ্রেয়স আয়ার, শার্দূল ঠাকুরের মতো ক্রিকেটারেরা। অবশিষ্ট ভারতের নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড়। মুম্বই ইরানি কাপ ১৪ বার জিতেছে। অবশিষ্ট ভারত জিতেছে ৩০ বার। সকাল ৯.৩০ থেকে শুরু খেলা। দেখা যাবে স্পোর্টস ১৮-খেল চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।

আইএসএলে হায়দরাবাদের সামনে চেন্নাইয়িন এফসি

আইএসএলে দু’টি ম্যাচের একটিও জিততে পারেনি হায়দরাবাদ। মঙ্গলবার তারা ঘরের মাঠে খেলতে নামবে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। ওয়েন কয়েলের দল ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে। এই ম্যাচ শুরু ৭.৩০ থেকে। দেখা যাবে স্পোর্টস ১৮-৩ চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement