গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
কাল থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। এটি দিন-রাতের ম্যাচ। গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়া অপ্রতিরোধ্য। অ্যাডিলেডে সাতটি দিন-রাতের টেস্ট জিতেছে। একটিও হারেনি। কী ভাবে প্রস্তুত হচ্ছে দুই দল? কেমন হতে পারে দুই দলের প্রথম একাদশ? সব খবর। আজ আবার পরীক্ষা মহম্মদ শামির। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি? রয়েছে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট, আইএসএলে ওড়িশা-মুম্বই ম্যাচ।
রাত পোহালেই ভারত বনাম অস্ট্রেলিয়া দিন-রাতের টেস্ট
কাল থেকে শুরু হয়ে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। এটি দিন-রাতের ম্যাচ। প্রথম টেস্টে জিতেছে ভারত। এ বার আরও কঠিন ল়ড়াই। কারণ, গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়া অপ্রতিরোধ্য। অ্যাডিলেডে সাতটি দিন-রাতের টেস্ট জিতেছে তারা। একটিও হারেনি। কী ভাবে প্রস্তুত হচ্ছে দুই দল? কেমন হতে পারে দুই দলের প্রথম একাদশ? ম্যাচের আগে কী বলছেন দুই অধিনায়ক? সব খবর।
মহম্মদ শামির পরীক্ষা এ বার রাজস্থানের বিরুদ্ধে, ঘরোয়া টি২০-তে খেলবেন সপ্তম ম্যাচ
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
এ বারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সপ্তম ম্যাচ খেলতে নামছেন মহম্মদ শামি। প্রতিটি ম্যাচই অস্ট্রেলিয়া সফরে রহিত শর্মার দলের সঙ্গে তাঁর যোগ দিতে পারার পরীক্ষা। আজ সামনে রাজস্থান। গ্রুপে এটিই বাংলার শেষ ম্যাচ। খেলা শুরু সকাল ১১টা থেকে।
টেস্ট বিশ্বকাপের ফাইনালে উঠতে পারবে দক্ষিণ আফ্রিকা? শুরু টেস্ট
আজ থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে জিতেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে ভাল ভাবেই রয়েছে টেম্বা বাভুমা, মার্কো জানসেনের দল। ভারতের ঠিক পরেই দ্বিতীয় স্থানে রয়েছে তারা। খুব পিছনে নেই অস্ট্রেলিয়া। ফলে এই ম্যাচেও না জিতলে সমস্যায় পড়বে দক্ষিণ আফ্রিকা। খেলা শুরু দুপুর ২টো থেকে।
আইএসএলে ওড়িশার ম্যাচ, জিতলে চিন্তা বাড়বে বাগানের
আইএসএলে আজ মুখোমুখি ওড়িশা এফসি এবং মুম্বই সিটি এফসি। ১০ ম্যাচে ১৫ পয়েন্ট ওড়িশার। তারা জিতলে মোহনবাগান ও বেঙ্গালুরুর সঙ্গে ২ পয়েন্টের তফাতে চলে আসবে। ফলে চাপ বাড়বে দুই দলেরই। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।