—ফাইল চিত্র।
জমে গিয়েছে ভারত-নিউ জ়িল্যান্ড তৃতীয় টেস্ট। নিউ জ়িল্যান্ড এগিয়ে ১৪৩ রানে, হাতে ১ উইকেট। ভারতকে চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে। রোহিত শর্মা, বিরাট কোহলিরা কি পারবেন ভারতকে চুনকাম হওয়ার থেকে বাঁচাতে?
আজ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সামনে ইংলিশ প্রিমিয়ার লিগে কঠিন ম্যাচ। খেলতে হবে চেলসির বিরুদ্ধে। রয়েছে আইএসএলের জোড়া ম্যাচ। স্প্যানিশ লিগে আজ রয়েছে বার্সেলোনার খেলা।
জাডেজা, অশ্বিন ম্যাচে ফিরিয়েছেন ভারতকে, ব্যাটাররা কি পারবেন?
ম্যাচে ফিরল ভারত। নিউ জ়িল্যান্ড তৃতীয় টেস্টে এগিয়ে ১৪৩ রানে, হাতে মাত্র ১ উইকেট। প্রথম ইনিংসে ২৮ রানে লিড নিয়েছিল ভারত। ইনিংসের নায়ক শুভমন গিল। তিনি ৯০ রান করেন। দ্বিতীয় ইনিংসে নিউ জ়িল্যান্ড দ্বিতীয় দিনের শেষে ৯ উইকেটে ১৭১ রান তুলেছে। আজ তৃতীয় দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
ইংলিশ প্রিমিয়ার লিগে বড় ম্যাচ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড খেলবে চেলসির বিরুদ্ধে
গ্রাফিক: সনৎ সিংহ।
নতুন কোচ এসেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। তবে রুবেন আমোরিমের প্রশিক্ষণে এখনই নামছে না ম্যান ইউ। তিনি দায়িত্ব নেবেন ১১ নভেম্বর থেকে। আজ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সামনে ইংলিশ প্রিমিয়ার লিগে কঠিন ম্যাচ। খেলতে হবে চেলসির বিরুদ্ধে। খেলা শুরু রাত ১০টা থেকে। তার আগে সন্ধ্যা ৭:৩০ থেকে রয়েছে টটেনহ্যাম বনাম অ্যাস্টন ভিলা ম্যাচ। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।
আইএসএলে জোড়া ম্যাচ, খেলবে নর্থইস্ট, ওড়িশা, মুম্বই, কেরালা
আইএসএলে আজ জোড়া ম্যাচ। প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড মুখোমুখি ওড়িশা এফসি-র। খেলা শুরু বিকেল ৫টা থেকে। এর পর সন্ধ্যা ৭:৩০ থেকে রয়েছে মুম্বই এফসি-কেরালা ব্লাস্টার্স ম্যাচ। দু’টি ম্যাচই দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
বন্যায় বিঘ্নিত লা লিগা, খেলবে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সা
বন্যা-কবলিত স্পেনে স্থগিত রাখতে হয়েছে স্প্যানিশ লিগের অনেক ম্যাচই। তবে আজ রয়েছে তিনটি ম্যাচ। খেলবে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনা। তাদের খেলতে হবে এসপানিয়লের বিরুদ্ধে। খেলা রাত ৮:৪৫ থেকে। তার আগে সন্ধ্যা ৬:৩০ থেকে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ-লাস পামাস ম্যাচ। রাত ১১টা থেকে রয়েছে সেভিয়া-রিয়াল সোসাইদাদ ম্যাচ। খেলা দেখা যাবে জিএক্সআর ওয়াবসাইটে।