টিম সেইফার্ট টুইটার
করোনার বিরুদ্ধে যুদ্ধ জয় করলেও সেই সময়ের স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে কলকাতা নাইট রাইডার্সের উইকেট রক্ষক ব্যাটসম্যান টিম সেইফার্টকে। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি। আইপিএল চলাকালীন কোভিডে আক্রান্ত হন এই ক্রিকেটার। সেই সময়ের কথা বলতে গিয়ে আবেগে কেঁদে ফেলেন তিনি। সেইফার্ট বলেন, ‘‘ওই সমস্ত দিনের কথা বলতে গেলেও খুব কষ্ট হয়। প্রথম কয়েকদিনের পর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। আমি বুঝতে পারছিলাম সামনের দিনগুলো আরও কঠিন হবে। তাই ইতিবাচক থাকার চেষ্টা করছিলাম।’’
আইপিএল স্থগিত হওয়ার পর স্বদেশীরা ভারত ছেড়ে গেলেও থেকে যেতে হয়েছিল সেইফার্টকে। প্রথমবার রিপোর্ট দেখে চমকে গিয়েছিলেন তিনি। সেইফার্ট বলেন, ‘‘গোটা পৃথিবী যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। আমি কিছুই ভাবতে পারছিলাম না। এরপর আমার ভয় করতে শুরু করে। মনে হয়, কোভিড নিয়ে আমি অনেক খারাপ কথা শুনেছি। সেই সবটাই বোধহয় আমার সাথেই ঘটতে চলেছে।’’
খারাপ সময়ে কেকেআর-এর এই ক্রিকেটার পাশে পেয়েছিলেন ব্রেন্ডন ম্যাকালাম, স্টিফেন ফ্লেমিং, চেন্নাই সুপার কিংসের ম্যানেজার ও কেকেআর কর্তা ভেঙ্কি মাইসোরকে। সেইফার্ট বলেন, ‘‘ওঁরা ব্যাপারটা অনেকটা হাল্কা করে দিয়েছিলেন। পাশে দাঁড়িয়েছিলেন চেন্নাই সুপার কিংসের ম্যানেজার ও কেকেআর কর্তা ভেঙ্কি মাইসোর। তাঁরা সবসময় আমার খেয়াল রেখেছেন। আর আমায় নিরাপদে বাড়ি পৌছতে সাহায্য করেছেন।’’