Tiger Woods

সুস্থ হচ্ছেন টাইগার উডস, দেখছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক

Advertisement

সংবাদ সংস্থা

লস অ্যাঞ্জেলস শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ১৫:১০
Share:

সুস্থ হচ্ছেন টাইগার ছবি টুইটার

এখন অনেকটাই ভাল আছেন টাইগার উডস। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর ধীরে ধীরে সুস্থ হচ্ছেন কিংবদন্তি এই গল্ফার। টাইগারের চিকিৎসার দায়িত্বে থাকা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ডাক্তার অনীশ মহাজন জানান, ৪৫ বছর বয়সী এই গল্ফারের ডান পায়ের নিচের অংশে ও গোড়ালিতে অনেক জায়গায় চোট আছে।

Advertisement

চোট আছে টিবিয়া ও ফিবুলাতে। মহাজন বলেন, ‘‘টাইগারের চোট রয়েছে পায়ের পাতা ও গোড়ালিতেও। এই দুই জায়গায় কিছু স্ক্রু ও পিন লাগানো হবে।’’

লস এঞ্জেলেসের শেরিফের সহকারী কার্লোস গঞ্জালেজ দুর্ঘটনা স্থলে প্রথমে পৌঁছান। তখনও সিট বেল্ট পরে চালকের আসনে বসে ছিলেন টাইগার। নিজের নামও বলেন তিনি। অত বড় দুর্ঘটনার পরও শান্ত ছিলেন ১৫ বারের মেজর চ্যাম্পিয়ন। এমনটাই জানিয়েছেন গঞ্জালেজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement