সোমবার জম্মু ও কাশ্মীর বিধানসভায় ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ। ছবি: পিটিআই।
সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ ঘিরে সোমবার অশান্ত হল জম্মু ও কাশ্মীর বিধানসভা। প্রধান শাসকদল ন্যাশনাল কনফারেন্সের আনা এ সংক্রান্ত মুলতুবি প্রস্তাব খারিজ করে দিলেন স্পিকার আব্দুল রহিম রাথের। ঘটনাচক্রে যিনি নিজেও ন্যাশনাল কনফারেন্সেরই বিধায়ক!
ন্যাশনাল কনফারেন্সের বিধায়ক নাজির গুরেজি এবং তনভির সাদিক ওয়াকফ আইন নিয়ে আলোচনার জন্য প্রশ্নোত্তরপর্ব মুলতবি রাখার প্রস্তাব করেন। বিজেপি বিধায়কেরা আপত্তি তোলেন। তাঁদের যুক্তি, ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে। তাই বিচারাধীন বিষয় বিধানসভায় আলোচনায় তালিকাভুক্ত করা যাবে না। স্পিকার সেই দাবি মেনে নেওয়ায় অশান্তি শুরু হয়।
কয়েক দফা মুলতুবির পরে শেষ পর্যন্ত শাসক ন্যাশনাল কনফারেন্স এবং প্রধান বিরোধী দল বিজেপির বিধায়কদের মধ্যে প্রবল হইহট্টগোলের কারণে দিনের মতো বিধানসভার অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার। প্রসঙ্গত, বাজেট অধিবেশের দ্বিতীয় পর্বে সংসদের উভয় কক্ষে পাশ হওয়া ওয়াকফ বিলে শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাক্ষর করায় তা আইনে পরিণত হয়েছে। স্পিকার রহিম সোমবার বলেন, ‘‘পরিষদীয় বিধির ৫৮ নম্বর ধারার উপধারা ৭-এ বলা হয়েছে আদালতে বিচারাধীন বিষয় নিয়ে আইনসভায় আলোচনা চলতে পারে না।’’