Cricket

‘বিশ্বকাপজয়ী দলের চেয়েও আমাদের এখনকার দল শক্তিশালী’

সেই দলের অন্যতম সদস্য এই ডানহাতি ক্যারিবিয়ান অলরাউন্ডার আগেই অবসর নিয়ে ফেলেছিলেন। ডিসেম্বরে ফিরে এসেছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

জামাইকা শেষ আপডেট: ০৭ মে ২০২০ ১৫:০১
Share:

ওয়েস্ট ইন্ডিজের এখনকার টি টোয়েন্টি দল যে কোনও টিমকে হারাতে পারে। —ফাইল চিত্র।

চার বছর আগে ভারতের মাটি থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বর্তমান ক্যারিবিয়ান দল সেই চ্যাম্পিয়ন টিমের থেকেও শক্তিশালী বলে দাবি করলেন ডোয়েন ব্রাভো।

Advertisement

সেই দলের অন্যতম সদস্য এই ডানহাতি ক্যারিবিয়ান অলরাউন্ডার আগেই অবসর নিয়ে ফেলেছিলেন। ডিসেম্বরে ফিরে এসেছেন তিনি।

তাঁর অন্তর্ভুক্তিতে শক্তি বেড়েছে ওয়েস্ট ইন্ডিজের। সেই ব্রাভো বলছেন, ‘‘শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ সিরিজে টিম মিটিং হচ্ছিল। কোচ ফিল সিমন্স যে টিম জানাল, তাতে ব্যাটিং অর্ডারে আমার জন্য বরাদ্দ ছিল ন’নম্বর পজিশন। সেই টিম লিস্ট দেখে আমি ছেলেদের বলি, দেখো কোনও টি টোয়েন্টি দলে আমি ন’নম্বরে ব্যাট করেছি বলে মনে পড়ছে না। এই দলটার শক্তি দেখে আমি বিস্মিত। আমি তো ছেলেদের বলেই ফেলেছিলাম, শোনো আমরা যে বার চ্যাম্পিয়ন হয়েছিলাম, এই দলটা তার থেকেও শক্তিশালী।’’

Advertisement

আরও পড়ুন: দুশ্চিন্তা মাথায় নিয়েই ঘরবন্দি ময়দান মজেছে আঁকা-গান-রান্নায়

এই ক্যারিবিয়ান দল এতটাই শক্তিশালী যে সুনীল নারিনের মতো দুর্দান্ত বোলারেরও জায়গা হচ্ছে না। ব্রাভো বলছেন, ‘‘এক বার ভাবুন, সুনীল যদি দলে সুযোগ পায়, তা হলে দশ নম্বরে ব্যাট করতে নামবে। এখনকার টি টোয়েন্টি ক্রিকেটে সুনীল কিন্তু ওপেন করতে নামে। ফলে পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজ দল যে কোনও দলকেই হারানোর ক্ষমতা রাখে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement