চোখের জলে নেই লজ্জা, মত সচিনের

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের কথায়, ‘‘পুরুষের চোখের জল ফেলার মধ্যে কোনও লজ্জা নেই। তাই চোখের জল লুকোনোর দরকার নেই।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৯ ০৩:৫৯
Share:

সচিন তেন্ডুলকর। 

পুরুষের চোখের জলে কোনও লজ্জা নেই। আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে ভক্তদের উদ্দেশে খোলা চিঠিতে এমন কথাই লিখলেন সচিন তেন্ডুলকর।

Advertisement

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের কথায়, ‘‘পুরুষের চোখের জল ফেলার মধ্যে কোনও লজ্জা নেই। তাই চোখের জল লুকোনোর দরকার নেই।’’ যোগ করেন, ‘‘এক সময়ে আমিও ভাবতাম, কোনও পুরুষের চোখ দিয়ে জল পড়লে সে দুর্বল। কিন্তু পরে অভিজ্ঞতার মাধ্যমে উপলব্ধি করেছি, আমার এই ধারণা ভুল ছিল।’’ তিনি বলেন, ‘‘নিজের যন্ত্রণা ও অসহায়তার প্রকাশ কখনও দুর্বলতা হতে পারে না। বরং তার জন্য অনেক সাহস লাগে।’’ এ প্রসঙ্গে জীবনের শেষ টেস্টে ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর কান্নায় ভেঙে পড়ার কথা উল্লেখ করে সচিন বলেন, ‘‘আবেগরুদ্ধ হয়ে সে দিন কেঁদে ফেললেও, আজও পুরুষই রয়েছি।’’

এক ব্যক্তি এক পদ সিএবিতে: বুধবার সিএবিতে হল বিশেষ সাধারণ সভা। সিদ্ধান্ত হল, এখন থেকে সিএবি অনুমোদিত সংস্থার একাধিক পদে কোনও এক ব্যক্তি থাকতে পারবেন না। হয় তাঁকে ক্লাব কর্তা হিসেবে কাজ করতে হবে। না হলে সিএবির পদাধিকারী হিসেবে দায়িত্ব সামলাতে হবে। ফলে এক ব্যক্তি এক পদের নিয়ম চালু হয়ে গেল সিএবিতে। কর্তাদের আশা, স্বার্থ-সংঘাতের সমস্যা আগামী দিনে

Advertisement

তাড়া করবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement