ধোনির উপর থেকে মামলা তুলে নিল সুপ্রিম কোর্ট। প্রাক্তন ভারত অধিনায়কের বিরুদ্ধে ২০১৩ সালে মামলা করেছিল অন্ধ্রপ্রদেশের এক বাসিন্দা। সেই সময় এক ব্যবসায়ীক ম্যাগাজিনে ভগবান বিষ্ণুর রূপে পরিবেশন করা হয়েছিল ধোনিকে। সেই ম্যাগাজিনের কভার পেজে ছাপা হয়েছিল সেই ছবি। যেখানে বিষ্ণু রূপে ধোনির হাতে বিভিন্ন খেলার সরঞ্জাম ছিল। যার মধ্যে ছিল এক সংস্থার জুতোও। যা নিয়ে হিন্দু ধর্মের অবমাননার দায়ে মামলা দায়ের হয়।
আরও খবর: আমার সঙ্গে প্রতিযোগিতা করার ক্ষমতা কারও নেই
গত বছর সেপ্টেম্বরে একই কারণে বেঙ্গালুরুতেও মামলা করা হয় ধোনির বিরুদ্ধে। সেই সময় অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের আদালত জামিন অযোগ্য পরোয়ানা জারি করে ধোনির বিরুদ্ধে। এর পরই ধোনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। বৃহস্পতিবার জাস্টিস দীপক মিশ্রার বেঞ্চ জানিয়ে দেয় যে দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনিকে সেটা যথেষ্ট ছিল না। যে কারণে এই মামলা তুলে নেওয়া হল।