অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই টেস্টের ফল দু’রকম। প্রথমটা জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে ভারত। প্রথম টেস্টে পিচ বিভ্রাটের রেশ এখনও থামেনি। চিঠি চালাচালি চলছেই। তার মধ্যে দ্বিতীয় টেস্টে নতুন বিতর্ক জন্ম দিয়েছে ডিআরএস। তা নিয়েও চলেছে চিঠি চালাচালি। সংবাদ মাধ্যমের সামনে স্মিথদের বিরুদ্ধে মুখ খুলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। আর এই সব বিতর্কের মধ্যে হারিয়ে গিয়েছে দুই টেস্টেই উইকেটের পিছনে দাঁড়িয়ে ঋদ্ধিমান সাহার অসাধারণ দুটো ক্যাচ। বিশ্বের সেরা ক্যাচের তালিকায় লেখা হয়ে গিয়েছে সেই দুটো ক্যাচ।
আরও খবর: পুণে পিচ নিয়ে আইসিসিকে জবাব দিল বিসিসিআই
কিন্তু কী বলছেন স্বয়ং ঋদ্ধিমান সাহা?
ঋদ্ধি অবশ্য এগিয়ে রাখছেন পুণের ক্যাচকেই। পুণে ম্যাচে ও’কিফের ক্যাচ নিতে হাওয়ায় ঝাপিয়েছিলেন তিনি। আর বেঙ্গালুরু টেস্টে ঋদ্ধির শিকার ছিলেন ম্যাথু ওয়েড। ঋদ্ধিমান বলেন, ‘‘বেঙ্গালুরুর থেকে পুণের ক্যাচ অনেকবেশি কঠিন ছিল। প্রথম ক্যাচের আগে হাতে সময় কম ছিল। আর ওটা ফার্স্ট বোলারের (উমেশ যাদব) বল ছিল।’’ দ্বিতীয় টেস্টে তিনি ওয়েডের ক্যাচ নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনের বলে।