সিনিয়র রাজ্য খোখোয় সেরা শিলিগুড়ির মেয়েরা

সিনিয়র রাজ্য খো খো প্রতিযোগিতায় সোনা জিতল শিলিগুড়ির মেয়েরা। মঙ্গলবার কলকাতায় শ্যামবাজার দেশবন্ধু লেডিস পার্কে প্রতিযোগিতার ফাইনালে তারা হুগলিকে ১৩-৮ পয়েন্টে হারিয়েছে। পুরুষ বিভাগে রাজ্য পুলিশ দলের কাছে শিলিগুড়ি ফাইনালে ১০-১১ পয়েন্টে হেরে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৬ ০১:৩১
Share:

সোনা জয়ী শিলিগুড়ির মহিলা খো খো দল। ছবি: বিশ্বরূপ বসাক

সিনিয়র রাজ্য খো খো প্রতিযোগিতায় সোনা জিতল শিলিগুড়ির মেয়েরা। মঙ্গলবার কলকাতায় শ্যামবাজার দেশবন্ধু লেডিস পার্কে প্রতিযোগিতার ফাইনালে তারা হুগলিকে ১৩-৮ পয়েন্টে হারিয়েছে। পুরুষ বিভাগে রাজ্য পুলিশ দলের কাছে শিলিগুড়ি ফাইনালে ১০-১১ পয়েন্টে হেরে গিয়েছে। তাতে রুপো জিতেছেন তাঁরা। সোনা এবং রুপো জয়ের ওই খবরে খুশি শিলিগুড়ি মহকুমা খো খো অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।

Advertisement

শিলিগুড়ির জ্যোতি বিশ্বকর্মা, সালমা মাঝি, অঞ্জলি মুণ্ডা, সুস্মিতা দাসদের দলটি কোয়ার্টার ফাইনালে পশ্চিম মেদিনীপুরকে এক ইনিংসে দুই পয়েন্টে হারিয়ে দেয়। সেমি ফাইনালে তারা হারায় নদীয়াকে ১৬-১০ পয়েন্টে। ফাইনালে শিলিগুড়ি দলের খেলোয়াড় সালমা মাঝি সেরা ‘রানার’ হয়েছেন। সালমা এ বছর গুয়াহাটিতে সাফগেমসে সোনাজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। একাধিকবার জাতীয় খোখো দলেও খেলেছেন। সোনা জয়ী দলের নেতৃত্বে রয়েছেন জ্যোতি বিশ্বকর্মা। ১৮ বার জাতীয় খো খো দলে খেলেছেন। এ দিন প্রথমে চেজ করে ৭ পয়েন্ট সংগ্রহ করে। হুগলি চেজ করে প্রথম টার্মে সংগ্রহ করে ৫ পয়েন্ট। দ্বিতীয় টার্মে শিলিগুড়ি ৬ পয়েন্ট পায়। এর পর হুগলি চেজ করে ৩ পয়েন্টের বেশি তুলতে পারেনি। বুধবার সোনা জয়ী দল শহরে ফিরলে সংবর্ধনা জানাতে প্রস্তুতি নিচ্ছে খোখো সংস্থার কর্মকর্তারা।

শিলিগুড়ির পুরুষদের দলে মনোজ সরকার, অনূকূল সরকার, কৃষ্ণা প্রধানরা অবশ্য এ দিন ফাইনালে পর্যুদস্ত হয়েছেন। প্রথমে চেজ করে তারা সংগ্রহ করে ৫ পয়েন্ট। রাজ্য পুলিশ দল ৮ পয়েন্ট সংগ্রহ করে এগিয়ে থাকে। দ্বিতীয় টার্মে শিলিগুড়ি দল ফের ৫ পয়েন্ট সংগ্রহ করে। রাজ্য পুলিশ দলের ছেলেরা চেজ করতে নেমে ৪ মিনিটেই জয়ের জন্য ২ পয়েন্ট সংগ্রহ করে নেয়। হাতে তখনও পড়ে ছিল পাঁচ মিনিট। কোয়ার্টার ফাইনালে মনোজরা পূর্ব মেদিনীপুরকে এক ইনিং তিন পয়েন্টে এবং সেমিফাইনালে নদীয়াকে ১২-১০ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে। ফাইনালে সেরা ‘চেজার’ হয়েছেন শিলিগুড়ির অনূকূল সরকার। ১১ ডিসেম্বর থেকে প্রতিযোগিতা শুরু হয়েছিল।

Advertisement

শিলিগুড়ি মহকুমা খো খো অ্যাসোসিয়েশনের সম্পাদক ভাস্কর দত্ত মজুমদার বলেন, ‘‘রাজ্য খোখোতে শিলিগুড়ির মেয়েরা সোনা এবং ছেলেরা রুপো জেতায় আমরা সকলেই খুশি। বুধবার তারা ফেরলে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম চত্বরে তাঁদের সংবর্ধনা জানানো হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement