আদ্রিয়া ট্যুরে জোকোভিচের সঙ্গে দিমিত্রোভ। ছবি টুইটার থেকে নেওয়া।
করোনাভাইরাসের ছোবল এ বার টেনিসেও। প্রথম হাই-প্রোফাইল টেনিস তারকা হিসেবে কোভিড পজিটিভ হলেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রোভ।
২৯ বছর বয়সি টেনিস তারকা গত সপ্তাহে বেলগ্রেডে আদ্রিয়া ট্যুর প্রদর্শনী প্রতিযোগিতার প্রথম লেগে খেলেছিলেন। ক্রোয়েশিয়ার জাদারে শনিবার প্রতিযোগিতার দ্বিতীয় লেগে বোর্না কোরিচের কাছে হারের পর অসুস্থতার জন্য সরে দাঁড়ান প্রতিযোগিতা থেকে। তবে তখন করোনার কথা তিনি বলেননি। রবিবার তিনি করোনায় আক্রান্ত হওয়ার কথা ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে সতর্কতা হিসেবে বাতিল হয়ে যায় ফাইনাল। যেখানে নোভাক জোকোভিচের মুখোমুখি হওয়ার কথা ছিল রাশিয়ার আন্দ্রে রুবলেভের। এই প্রতিযোগিতায় বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় জোকোভিচ ছাড়াও খেলছিলেন বিশ্বের তিন নম্বর ডোমিনিক থিয়েম, বিশ্বের ১৭ নম্বর আলেকজান্ডার ভেরেভ। খেলার মাঝে জকোভিচের সঙ্গে দিমিত্রোভের একটি ছবিও ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: ‘পারফরম্যান্সই কথা বলে’, গম্ভীরের কটাক্ষের জবাব দিলেন কটরেল
আরও পড়ুন: সানিয়াকে বিয়ের সময় কতটা চাপ হয়েছিল দুই দেশের সম্পর্ক? শোয়েব বললেন...
রবিবার ইনস্টাগ্রাম পোস্টে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে দিমিত্রোভ বলেছেন, “আমার বন্ধু ও সমর্থকদের জানাতে চাই যে করোনায় আক্রান্ত হয়েছি। এই কয়েক দিন যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা সবাই টেস্ট করিয়ে নিন। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। যদি আমার দ্বারা কারও ক্ষতি হয়ে থাকে তবে আমি দুঃখিত। আমি এখন বাড়িতে ফিরে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছি। সবাইকে ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন।”
A post shared by Grigor Dimitrov (@grigordimitrov) on