বেন ডাকেট। ছবি: এক্স (টুইটার)।
টি-টোয়েন্টি সিরিজ়ে ১-৪ ব্যবধানে হারার পর এক দিনের সিরিজ়ে ০-২ ব্যবধানে পিছিয়ে জস বাটলারেরা। ভারতের বিরুদ্ধে সিরিজ় জয়ের সুযোগ নেই। রবিবার অহমদাবাদে তৃতীয় এক দিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। সেই ম্যাচেও জয়ের জন্য ঝাঁপানোর কথা ভাবছে না ইংল্যান্ড শিবির! দলের পরিকল্পনার কথা জানিয়েছেন বেন ডাকেট।
ইংল্যান্ডের নজর চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারতের বিরুদ্ধে সিরিজ়ের ফলাফল নিয়ে মাথা ঘামাতে রাজিই নন বাটলার, ডাকেটরা। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির স্বার্থে রোহিত শর্মার দলের কাছে ০-৩ ব্যবধানে সিরিজ় হারতেও আপত্তি নেই তাঁদের। এক সাক্ষাৎকারে ডাকেট বলেছেন, ‘‘আমাদের এই সফরের একটাই লক্ষ্য। চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চাই আমরা। আমাদের বিশ্বাস, আমরা জিততে পারব। কয়েক জন ক্রিকেটার সেরা ফর্মে নেই। তবে আশা করছি, সকলে দ্রুত ফর্ম ফিরে পাবে।’’
ভারতের বিরুদ্ধে সিরিজ় নিয়ে ডাকেটের বক্তব্য, ‘‘এটা অবশ্যই বড় সিরিজ়। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি অনেক বড় প্রতিযোগিতা। ভারতকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারাতে পারলে এখানে ০-৩ ব্যবধানে হারলেও আক্ষেপ থাকবে না। তখন সম্ভবত কেউ আর এই সিরিজ়ের প্রসঙ্গ তুলবে না। আমরা ইতিবাচক রয়েছি। আগামী প্রতিযোগিতায় নিজেদের সেরাটা তুলে ধরতে চাই।’’
ডাকেট জানিয়েছেন, তাঁরা আগ্রাসী ক্রিকেটই খেলবেন। ইনিংসের প্রথম ১৫ ওভারকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন কোচ ব্রেন্ডন ম্যাকালাম। তাঁর দাবি, কটকে তাঁর এবং জো রুটের জুটি আরও খানিক ক্ষণ ২২ গজে থাকলে ইংল্যান্ড ৩৫০ রান তুলতে পারত। তা হলে ম্যাচের ফলাফলও অন্য রকম হত।