লক্ষ্য: গোলাপি বলেও সাবলীল ক্রিকেট চান বিরাট। ফাইল চিত্র
এ বার ইডেনে ঐতিহাসিক গোলাপি বলে দিনরাতের টেস্ট। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ইনদওরেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল ভারতীয় দল। হোলকার স্টেডিয়ামে রবিবার ও সোমবার চলবে গোলাপি বলের বিরুদ্ধে প্রস্তুতি। গোধূলির আলোয় গোলাপি বলের সঙ্গে মানিয়ে নিতে দু’দিনই বিকেল পাঁচটা থেকে অনুশীলন করবে ভারত। কোহালিও দিনরাতের টেস্ট নিয়ে উৎসাহী। শনিবার প্রথম টেস্টে জিতে সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক বলে গেলেন, ‘‘গোলাপি বল ব্যাটসম্যানদের কাছে বড় পরীক্ষা হবে। পেসাররাও পুরনো বলে সুইং পাবে না। কারণ, গোলাপি বল পুরনো হলে রিভার্স বেশি করে না। সে ক্ষেত্রে বোলাররা কী রকম মানিয়ে নেয় সেটাও দেখার।’’ যদিও গোলাপি বলের টেস্ট হওয়ায় তিিন যে খুশি, তা-ও জানিয়ে দেন। বলেন, ‘‘ভারতে প্রথম দিনরাতের টেস্ট নিয়ে প্রচণ্ড উৎসাহী। প্রথম ভারতীয় দলের সদস্য হিসেবে এই টেস্ট খেলার সুযোগ পেয়ে খুশি।’’