ঐতিহাসিক ১০০তম টেস্টে জরিমানার মুখে পড়তে হল বাংলাদেশের দুই ক্রিকেটারকে। আইসিসির নিয়ম ভেঙে ম্যাচ ফির ১৫ শতাংশ কাটা গেল তামিম ইকবাল ও ইমরুল কায়েসের। শ্রীলঙ্কার মাটিতে এই মুহর্তে টেস্ট ম্যাচ খেলতে ব্যস্ত বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ঘটনা। দুই ক্রিকেটার আইসিসির ধারা ২.১.১ ভেঙে শাস্তির মুখে পড়েছে। যেখানে বলা হয়েছে খেলার নীতির বিরুদ্ধাচারণ করা হয়েছে। আইসিসির তরফে বলা হয়েছে, ‘‘তামিম আম্পায়ারের দিকে ব্যাট তুলেছিল এলবিডব্লু আউটের আবেদনের সময়। যেখানে ও বোঝাতে চেয়েছিল ও বলেই হিট করেছে। অন্যদিকে, ইমরুল ওর থাই প্যাডে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছিল বল ওর ওখানে লেগেছিল। যখন ফিল্ডিং টিম আউটের আবেদন জানাচ্ছিল।’’
ম্যাচের পর দুই প্লেয়ারই তাঁদের দোষ মেনে নিয়েছে। সঙ্গে শাস্তিও। তাই আলাদা করে কোনও হিয়ারিংয়ের আর প্রয়োজন নেই বলে জানিয়ে দিয়েছে আইসিসি।
আরও খবর: আবার ঋদ্ধিমানের ক্যাচ, এ বার কিন্তু হেসে ফেললেন আম্পায়ারও