টেস্টে সেঞ্চুরি করেছেন যে টেল এন্ডাররা

দলের শেষ ব্যাটসম্যান হয়ে চন্দ্রশেখর যখন ব্যাট হাতে নামতেন, তখন সতীর্থরা নাকি টিপ্পনি কাটতেন, ‘আরও একটা শূন্যের জন্য আগাম শুভেচ্ছা রইল’। একটা সময় পর্যন্ত যে কোনও ক্রিকেট টিমেই টেল এন্ডারদের ব্যাট থেকে কেউ রান আশা করতেন না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৬ ১৩:০২
Share:

বোলার হয়েও শতরান রয়েছে তাঁদের

দলের শেষ ব্যাটসম্যান হয়ে চন্দ্রশেখর যখন ব্যাট হাতে নামতেন, তখন সতীর্থরা নাকি টিপ্পনি কাটতেন, ‘আরও একটা শূন্যের জন্য আগাম শুভেচ্ছা রইল’। একটা সময় পর্যন্ত যে কোনও ক্রিকেট টিমেই টেল এন্ডারদের ব্যাট থেকে কেউ রান আশা করতেন না। কিন্তু ক্রিকেট বদলেছে। এখন যে কোনও টিমে আট নম্বর পজিশন পর্যন্ত ব্যাটসম্যান থাকে। তবে টেস্টে এখনও একদম শেষে ব্যাট করতে নামেন যাঁরা, তাঁরা মূলত বোলার। তবে শেষ দিকে ব্যাট করতে নেমেও কামাল করেছেন, এমন নজির টেস্ট ক্রিকেটে কম হলেও আছে।

Advertisement

আরও খবর- আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন যে ভারতীয়রা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement