T20 World Cup 2024

বিশ্বকাপে আমেরিকার ইতিহাস সৃষ্টির মুহূর্তে থমকে গেল ট্র্যাফিক সিগন্যাল, চারদিকে শুধুই লাল!

বৃহস্পতিবার রাতে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস তৈরি করেছে আমেরিকা। সেই সময়ে নিউ ইয়র্কে ঘটেছে নতুন ঘটনা। সুপার ওভারের শেষ বলের আগে কিছু ক্ষণ থামিয়ে রাখা হয় ট্র্যাফিক সিগন্যাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৭ জুন ২০২৪ ১৮:৩১
Share:

আমেরিকার ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।

বৃহস্পতিবার রাতে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস তৈরি করেছে আমেরিকা। তারা কখনও এত বড় কোনও দেশকে হারায়নি। ক্রিকেট যে দেশে প্রায় অপরিচিত, তাদের সাফল্যে চমকে গিয়েছেন সকলেই। নিউ ইয়র্কে ঘটেছে নতুন ঘটনা। সুপার ওভারের শেষ বলের আগে কিছু ক্ষণ থামিয়ে রাখা হয় ট্র্যাফিক সিগন্যাল।

Advertisement

সমর্থকদের দৌলতে এই দৃশ্য প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে অনেকেই ছবি, ভিডিয়ো পোস্ট করেছেন। ডালাসে পাকিস্তানের বিরুদ্ধে সুপার ওভারে জেতে আমেরিকা। সেই ম্যাচটি নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে বড় পর্দায় দেখানো হচ্ছিল। পথচলতি মানুষ থেকে শুরু করে গাড়িচালক, সকলেরই চোখ ছিল খেলায়। সেই সময় ট্র্যাফিক সিগন্যাল পরিবর্তনের কারণে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তাই দু’দিকেই সিগন্যালের রং লাল করে রাখা হয়েছিল।

আমেরিকার সৌরভ নেত্রভালকর শেষ বলটি করেছিলেন শাদাব খানকে। সেই বলে মাত্র দু’রান হয়। সঙ্গে সঙ্গেই আমেরিকার জয় নিশ্চিত হয়ে যায়। রাস্তায় দাঁড়িয়ে খেলা দেখতে থাকা মানুষ উচ্ছ্বাসে ফেটে পড়েন। চলতে থাকে ‘ইউএসএ, ইউএসএ’ চিৎকার।

Advertisement

ক্রিকেট আমেরিকার মানুষের কাছে সবে পরিচিতি পেতে শুরু করেছে। এখনও অনেকে খেলাটির ব্যাপারে জানেন না। সেখানে আমেরিকার এই জয়ের পর পরিচিতি আরও বাড়বে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের আশা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement