ICC Mens T20 World Cup 2024

৩ নায়ক: বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর নেপথ্যে যে ভারতীয় ক্রিকেটারেরা

টি-টোয়েন্টি বিশ্বকাপে টান টান ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। একটা সময় দেখে মনে হয়েছিল ভারত হেরে যাবে। কিন্তু বোলারেরা জিতিয়ে দিলেন রোহিত শর্মাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১০ জুন ২০২৪ ০১:২১
Share:

জয় পেল ভারত। —ফাইল চিত্র।

পাকিস্তানকে আরও এক বার বিশ্বকাপে হারাল ভারত। নিউ ইয়র্কে প্রথমে ব্যাট করতে নেমে চাপে পড়ে যান রোহিত শর্মারা। পাকিস্তানের পেসারদের দাপটে ১৯ ওভারে ১১৯ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। একটা সময় দেখে মনে হয়েছিল ভারত হেরে যাবে। কিন্তু বোলারেরা জিতিয়ে দিলেন দলকে। ৬ রানে পাকিস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এক পা এগিয়ে গেলেন রোহিতেরা।

Advertisement

ভারতের জয়ের নেপথ্যে কোন তিন ক্রিকেটারের অবদান সবচেয়ে বেশি তা খতিয়ে দেখল আনন্দবাজার অনলাইন।

ভারতের জয়ের নেপথ্যে যে তিন ক্রিকেটার—

Advertisement

১) ঋষভ পন্থ— প্রথমেই বলতে হয় পন্থের কথা। ভারতের কোনও ব্যাটার যেখানে রান করতে পারেননি সেখানে পন্থ একাই ইনিংস সামলালেন। তিন নম্বরে নেমে ৩১ বলে ৪২ রান করলেন তিনি। ৬টি চার মারেন পন্থ। বিরাট কোহলি ও রোহিত আউট হওয়ার পরে যে চাপ তৈরি হয়েছিল তা কমান তিনি। পরে উইকেটের পিছনেও দুর্দান্ত খেললেন পন্থ। তিনটি ক্যাচ ধরেন তিনি। তার মধ্যে সেরা ফখর জমানের ক্যাচ।

২) যশপ্রীত বুমরা— ব্যাট হাতে যে কাজ পন্থ করলেন, সেই কাজটা বল হাতে করলেন বুমরা। শুরুতে বাবর আজ়মকে আউট করলেন তিনি। পরে দ্বিতীয় স্পেলে নেমে মহম্মদ রিজ়ওয়ানকে আউট করেন তিনি। রিজ়ওয়ানই পাকিস্তানকে জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন। ১৯তম ওভারও দুর্দান্ত বল করেন তিনি। ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। তাতে সমস্যায় পড়ে পাকিস্তান।

৩) অক্ষর পটেল— ব্যাটে-বলে নিজের কাজ করলেন অক্ষর। চার নম্বরে ব্যাট করতে নেমে পন্থের সঙ্গে জুটি বাঁধেন তিনি। সেই সময় গুরুত্বপূর্ণ ২০ রান করেন তিনি। নইলে আরও চাপে পড়ত ভারত। পরে বল হাতেও ২ ওভারে ১১ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। উসমান খানকে আউট করেন তিনি। পরের দিকে তাঁর ডট বল চাপে ফেলে পাকিস্তানকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement