নাসাউ কাউন্টি স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে ভারতীয় সমর্থকেরা। ছবি: পিটিআই।
ক্রিকেট বিশ্বের নজর রয়েছে ৯ জুনের দিকে। সেই দিন টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। তবে তার আগে প্রশ্ন উঠছে নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচ নিয়ে। এই মাঠেই ভারত-পাকিস্তান ম্যাচ হবে। যে ভাবে সেখানে বোলারেরা দাপট দেখাচ্ছেন, তাতে পিচের চরিত্র নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
সোমবার নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচ হয়েছে। দক্ষিণ আফ্রিকার বোলারদের বিরুদ্ধে দাঁড়াতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটারেরা। মাত্র ৭৭ রানে অল আউট হয়ে গিয়েছে শ্রীলঙ্কা। সেই রান তাড়া করতে নেমে সমস্যায় পড়েন দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরাও। ৭৮ রান করতে ১৬.২ ওভার লাগে তাদের।
ম্যাচ শেষে পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। তিনি বলেন, “খুব কঠিন পিচ। এই পিচে রান তুলতে খুব খাটতে হচ্ছে। ব্যাটারেরা এই পিচে মোটেই আনন্দে থাকবে না। কারণ, কোনও বল লাফাচ্ছে, কোনও বল বসছে। সারা ক্ষণ বল সুইং করছে। তাতে খেলতে সমস্যা হচ্ছে।”
ড্রপইন পিচ হওয়ার কারণেই পিচের চরিত্র এই রকম দেখাচ্ছে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে পিচ তৈরি করে তার পর তা নিউ ইয়র্কে এনে বসানো হয়েছে। সাধারত ড্রপইন পিচ ঠিকমতো বসতে অন্তত এক বছর সময় লাগে। কিন্তু এ ক্ষেত্রে তিন মাসের মধ্যে খেলা হচ্ছে। পিচ এখনও পুরো বসেনি। সেই কারণেই এমন অদ্ভুত ঘটনা দেখা যাচ্ছে।
এই ধরনের পিচে কোন বল লাফাবে তা বোলারেরাও জানেন না। বল লাফিয়ে ব্যাটার চোট পেতে পারেন। তাতে সমস্যা হতে পারে। ভারত-পাকিস্তান ম্যাচের উপর সবার নজর থাকে। সেখানে এই ধরনের পিচে খেলা হলে ফল যে কোনও দিকে যেতে পারে। সেই কারণেই প্রশ্ন উঠছে পিচ নিয়ে।