T20 World Cup 2024

বিশ্বকাপের তৃতীয় ম্যাচ টাই, সুপার ওভারে জয়ী দল

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচ গড়াল সুপার ওভারে। সেখানে ব্যাট-বলে দাপট দেখালেন অভিজ্ঞ ডেভিড উইজ়া। সুপার ওভারে ওমানকে হারাল নামিবিয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৪ ০৯:৫৯
Share:

টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। —ফাইল চিত্র।

৪০ ওভার শেষে আলাদা করা যায়নি দু’দলকে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচ গড়াল সুপার ওভারে। সেখানে ব্যাট-বলে দাপট দেখালেন অভিজ্ঞ ডেভিড উইজ়া। সুপার ওভারে ওমানকে হারাল নামিবিয়া।

Advertisement

বার্বাডোজ়ের মাঠে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নামিবিয়ার অধিনায়ক জেরহার্ড এরাসমাস। ভাল শুরু করেন নামিবিয়ার পেসার রুবেন ট্রাম্পেলম্যান। প্রথম ওভারেই জোড়া উইকেট নেন তিনি। কাশ্যপ প্রজাপতি এবং ওমানের অধিনায়ক আকিব ইলিয়াসকে শূন্য রানে ফেরান তিনি। দ্বিতীয় ওভারে তিনি আউট করেন নাসিম খুশিকে। ১০ রানে ৩ উইকেট পড়ে যায় ওমানের।

মাঝের ওভারে জুটি বাঁধেন জিশান মাকসুদ ও খালিদ কালি। জিশান করেন ২২ রান। খালিদের ব্যাটে আসে ৩৪ রান। নিয়মিত ব্যবধানে উইকেট পড়ায় বড় রান তুলতে সমস্যায় পড়ে ওমান। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১০৯ রানে অল আউট হয়ে যায় তারা। ট্রাম্পেলম্যানের পাশাপাশি ভাল বল করেন উইজ়া। ট্রাম্পেলম্যান ৪ ও উইজ়া ৩ উইকেট নেন।

Advertisement

দেখে মনে হচ্ছিল নামিবিয়া সহজেই রান তাড়া করে জিতে যাবে। কিন্তু নিজের প্রথম ওভারে তাদের ধাক্কা দেন ওমানের বিলাল খান। শূন্য রানে মাইকেল ভ্যান লিংলেনকে আউট করেন তিনি। দ্বিতীয় উইকেটে ৪২ রানের জুটি বাঁধেন নিকোলাস ডেভিন ও জ্যান ফ্রাইলিঙ্ক। ডেভিন করেন ২৪ রান। ফ্রাইলিঙ্কের ব্যাট থেকে আসে ৪৫ রান।

লক্ষ্য কম হলেও রান তোলার গতি বেশি ছিল না নামিবিয়ার। ধীরে ধীরে দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন উইজ়া। শেষ ওভারে দরকার ছিল ৫ রান। সেটাও করতে পারেনি নামিবিয়া। মেহরান খান দেন মাত্র ৪ রান। ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে নামিবিয়া করে ১০৯ রান। খেলা গড়ায় সুপার ওভারে।

সেখানে প্রথমে ব্যাট করে নামিবিয়া। যে দল ১১০ রান তাড়া করতে পারেনি সেই দল সুপার ওভারে তোলে ২১ রান। উইজ়া ও এরাসমাসের জুটি এক ওভারে তিনটি চার ও একটি ছক্কা মারেন। ২২ রান তাড়া করতে নেমে উইজ়ার সামনে মাত্র ১০ রান করে ওমান। সুপার ওভার জিতে ম্যাচ জিতে যায় নামিবিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement