ওয়াংখেড়েতে জাতীয় সঙ্গীত গাইছেন ভারতীয় ক্রিকেটারেরা। ছবি: পিটিআই।
বোর্ড সচিব জয় শাহ আগেই ঘোষণা করেছিলেন যে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের বিশ্বকাপ জেতার পুরস্কার হিসাবে ১২৫ কোটি টাকা দেওয়া হবে। ওয়াংখেড়েতে গোটা দলের হাতে সেই চেক তুলে দিলেন জয় শাহ ও রজার বিন্নী।
মাঠে ঘুরতে ঘুরতে টেনিস র্যাকেটে করে গ্যালারিতে বল ছুড়ছেন ভারতীয় ক্রিকেটারেরা। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এই কাজ করছেন রোহিত, কোহলিরা।
বোর্ডের সংবর্ধনা পাওয়ার পরে ট্রফি নিয়ে মাঠে ঘুরছেন ভারতীয় ক্রিকেটারেরা। উল্লাস করছেন সমর্থকেরা।
ওয়াংখেড়েতে পৌঁছে রোহিত জানালেন, এই জয় শুধু ক্রিকেটারদের জয় নয়, এই জয় দেশবাসীর জয়। কারণ, তাঁদের মতোই দেশের ১৪০ কোটি মানুষ চেয়েছিলেন, ট্রফি খরা কাটুক। সেটা তাঁরা করতে পেরেছেন। দেশে ফিরে যে ভাবে মানুষের ভালবাসা তাঁরা পেয়েছেন তার জন্য়ও ধন্যবাদ জানিয়েছেন রোহিত।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে গিয়ে নাচলেন ভারতীয় ক্রিকেটারেরা। গানের তালে কোমর দোলালেন রোহিত, বিরাট, হার্দিকেরা। মাঠের মাঝে একটি মঞ্চ করা হয়েছে। তার সামনে চেয়ারে বসে ক্রিকেটারেরা। রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের আধিকারিকেরা। ট্রফি রেখে জাতীয় সঙ্গীত গাইলেন তাঁরা। তাতে গলা মেলালেন দর্শকেরা।
বিশ্বজয়ী ক্রিকেটারদের নিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছে গেল বাস। সেখানে সংবর্ধনা দেওয়া হবে রোহিত, বিরাটদের।
জাতীয় পতাকা দোলাতে দোলাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামের কাছাকাছি পৌঁছে গেল ভারতের হুডখোলা বাস।
বাস থেকে জনতার ছবি তুলছেন রোহিত। ট্রফি নিয়ে উল্লাস করতে দেখা যাচ্ছে হার্দিক, মহম্মদ সিরাজদের। প্রত্যেকে এক বার করে ট্রফি নিয়ে জনতার সামনে যাওয়ার চেষ্টা করছেন। মানুষের ভিড় দেখে উল্লসিত ক্রিকেটারেরাও।
জনসমুদ্রের মধ্যে দিয়ে রোহিতদের হুডখোলা বাসের এগোতে সমস্যা হচ্ছে। ধীর গতিতে বাস এগোচ্ছে। বাসের মাথায় ট্রফি নিয়ে উল্লাস করছেন ভারতীয় ক্রিকেটারেরা। রোহিতদের দেখতে রাস্তার ধারে গাছের উপরেও লোক উঠে পড়েছে।
অবশেষে জনসমুদ্র পেরিয়ে হুডখোলা বাসে উঠলেন ভারতীয় ক্রিকেটারেরা। এই বাসে চেপেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবেন রোহিত, বিরাটেরা। রাস্তা জুড়ে মানুষ। তাঁদের সরিয়ে রাস্তা ফাঁকা করার চেষ্টা করছে পুলিশ।
বিশ্বকাপ জয়ের উৎসবে যোগ দিতে ক্রিকেটপ্রেমীদের আহ্বান জানিয়েছিলেন রোহিত। ভারত অধিনায়কের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষ রাস্তায় নেমেছেন। ভারতীয় ক্রিকেটারদের বিমান নামার অনেক আগে থেকে রাস্তার দখল নিয়েছেন তাঁরা।
মুম্বই বিমানবন্দর থেকে বার হওয়ার সময় দেখা যায়, ট্রফি হার্দিক পাণ্ড্যের হাতে। বাসেও সামনের আসনে ট্রফি হাতে বসেছেন তিনি। বাস এগিয়ে চলেছে নরিম্যান পয়েন্টের দিকে। সেখান থেকে হুডখোলা বাসে ওয়াংখেড়ে যাবেন ভারতীয় ক্রিকেটারেরা।
নির্ধারিত সময়ের থেকে দেরিতে মুম্বইয়ে নামল ভারতীয় দল। বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে উঠলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ক্রিকেটারদের সামনে একটি ব্যানার ছিল। তাতে লেখা, ‘বিশ্বচ্যাম্পিয়নদের শুভেচ্ছা।’ ক্রিকেটারদের চার দিকে ছিল নিরাপত্তার কড়াকড়ি। তার মাঝেই নিজস্বী তোলার চেষ্টা করেন অনেকে। ক্রিকেটারেরাও ভক্তদের আবদার মেটান।
ভারতীয় ক্রিকেটারদের বিমান মুম্বই বিমানবন্দর ছুঁতেই দেওয়া হল ওয়াটার ক্যানন স্যালুট। দমকলের দু’টি ইঞ্জিন বিমানের দু’দিকে দাঁড়িয়ে এই ওয়াটার ক্যানন স্যালুট দেয়। বিমানের সামনে তিনটি গাড়ি ছিল। তার মধ্যে মাঝের গাড়িতে ছিল ভারতের জাতীয় পতাকা।
ওয়াংখেড়েতে আসন সংখ্যার থেকে বেশি দর্শক ঢুকে পড়েছেন। স্টেডিয়ামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। স্টেডিয়ামে অব্যবস্থার ছবি ধরা পড়েছে। পানীয় জলের জায়গা নেই বলে খবর। শৌচালয়ও বন্ধ বলে অভিযোগ উঠেছে।
নির্ধারিত সময়ের থেকে বেশ খানিকটা দেরিতে মুম্বই বিমানবন্দরে নামল ভারতীয় ক্রিকেটারদের বিমান।
বিমান নামার অনেক আগে থেকেই ভিড় মুম্বইয়ের রাস্তায়। মেরিন ড্রাইভের রাস্তা অবরুদ্ধ হয়ে গিয়েছে। রাস্তার দখল মানুষের হাতে। গাড়ি দাঁড়িয়ে পড়েছে। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। এই ভিড়ের মধ্যে দিয়ে ক্রিকেটারদের বাস কী ভাবে যাবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
রোহিতেরা এখনও মুম্বই বিমানবন্দরে পৌঁছননি। তার আগেই ওয়াংখেড়ে স্টেডিয়াম কানায় কানায় ভর্তি। তিল ধারণের জায়গা নেই সেখানে।
বিশ্বজয়ী দলের জন্য ওয়াংখেড়েতে বিশেষ অনুষ্ঠানের বন্দোবস্ত করা হয়েছে। ভারতীয় দল মুম্বই বিমানবন্দরে নামার আগেই শুরু হয়েছে স্টেডিয়ামে ঢোকার জন্য হুড়োহুড়ি। বৃষ্টির মাঝেই দৌড়ে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছেন সবাই। ভেঙে পড়েছে ব্যারিকেড। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ।