T20 World Cup 2024

আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা, কোন পথে জয়?

অস্ট্রেলিয়া এবং বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। এ বার সামনে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠতে হলে সেই ম্যাচ জিততেই হবে রশিদ খানদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ০৬:১৭
Share:

রশিদ খান। —ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ০৮:১৪ key status

জিতল দক্ষিণ আফ্রিকা

৮.৫ ওভারে ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। শুরুতে কুইন্টনের উইকেট হারালেও তা খুব একটা বড় ধাক্কা ছিল না তাদের জন্য। সহজেই ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা। পৌঁছে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে।

শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ০৭:৩৩ key status

আউট ডি’কক

শুরুতেই আউট কুইন্টন ডি’কক। ফজলহক ফারুকির বলে বোল্ড হলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। ৫ রান করে আউট ডি’কক।

Advertisement
শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ০৭:০৫ key status

৫৬ রানে শেষ আফগানিস্তান

আফগানিস্তানের ইনিংস শেষ ৫৬ রানে। গোটা ইনিংসে মাত্র ৭১টি বল খেললেন রশিদ খানেরা। আফগানিস্তানের এটাই সব থেকে কম রান। সেমিফাইনালে উঠলেও তা জেতা কঠিন হবে রশিদদের। ম্যাচের রাশ দক্ষিণ আফ্রিকার হাতে।

শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ০৬:৫৭ key status

আউট রশিদ

৮ বলে ৮ রান করে আউট রশিদ খান। আফগান অধিনায়কও সাজঘরে ফিরে গেলেন নোখিয়ের বলে বোল্ড হলেন তিনি। দক্ষিণ আফ্রিকার পেসারদের সামলাতেই পারলেন না রশিদেরা।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ০৬:৫৫ key status

১০ ওভার শেষে

১০ ওভারে আফগানিস্তান মাত্র ৫০ রান তুলেছে। তার থেকেও চিন্তার ৮ উইকেট হারানো। রশিদ খান এখনও ক্রিজ়ে রয়েছেন।

শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ০৬:৫২ key status

আউট নুর

এক ওভারে ২ উইকেট শামসির। এ বার আউট নুর। ৮ উইকেট হারিয়ে ধুঁকছে আফগানিস্তান।

শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ০৬:৪৯ key status

আউট করিম

এ বার উইকেট নিলেন স্পিনার শামসি। এলবিডব্লিউ হলেন করিম। ৮ রান করে আউট তিনি।

শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ০৬:৩৪ key status

আউট ওমরজাই

নোখিয়ে তাঁর প্রথম ওভার করতে এসেই উইকেট তুলে নিলেন। আউট ওমরজাই। ১০ রান করে ক্যাচ দিলেন স্টাবসের হাতে। 

শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ০৬:৩১ key status

পাওয়ার প্লে শেষে

পাওয়ার প্লে-র মধ্যেই ৫ উইকেট হারিয়েছে আফগানিস্তান। তুলেছে মাত্র ২৮ রান। আউট হয়ে সাজঘরে গুরবাজ়, জাদরান, গুলবদিন, নবি এবং খারোটে। ক্রিজ়ে রয়েছেন ওমারজাই এবং করিম। তিনটি উইকেট নিয়েছেন জানসেন। ২ উইকেট রাবাডার।

শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ০৬:২৪ key status

টস জিতে ভুল সিদ্ধান্ত?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতেছিল আফগানিস্তান। অধিনায়ক রশিদ খান ব্যাট করার সিদ্ধান্ত নেন। তিনি জানেন দলের শক্তি স্পিন বোলিং। সেই কারণে পরে বল করতে চেয়েছিলেন তিনি। কিন্তু রশিদের দলের ব্যাটিং নড়বড়ে। টস হেরে বল করার সুযোগ পেয়ে দক্ষিণ আফ্রিকার পেসারের যে ভাবে আফগান ব্যাটিংয়ের উপর চাপ তৈরি করেছে, তাতে রশিদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতেই পারে।

শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ০৬:২৩ key status

চতুর্থ উইকেট হারাল আফগানিস্তান

প্রথম ওভারেই আউট হয়ে গিয়েছিলেন গুরবাজ়। জানসেনের বলে ক্যাচ তুলে দেন আফগান ওপেনার। তিন নম্বরে নামা গুলবদিন নইবও বেশি ক্ষণ ক্রিজ়ে থাকতে পারেননি। বলের সুইং বুঝতে না পেরে বোল্ড হয়ে যান তিনি। দু'টি উইকেটই নেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার জানসেন।

এর পরেই রাবাডার এক ২ উইকেট। প্রথমে ইব্রাহিম জাদরান, সেই ওভারেই মহম্মদ নবিকে বোল্ড করেন দক্ষিণ আফ্রিকার পেসার। ২০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে আফগানিস্তান বেশ চাপে।

শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ০৬:১৭ key status

একের পর উইকেট হারাচ্ছে আফগানিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে চাপে আফগানিস্তান। একের পর এক উইকেট হারাচ্ছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement