T20 World Cup 2024

সুপার ৮-এ ভারতের সামনে আফগানিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়া! তিন ম্যাচ পরিচালনার দায়িত্বে কারা

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮-এ আফগানিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। তিনটি ম্যাচ পরিচালনার দায়িত্বে কারা রয়েছেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২০ জুন ২০২৪ ০০:০৬
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

প্রথমে আফগানিস্তান। তার পরে বাংলাদেশ। সকলের শেষে অস্ট্রেলিয়া। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮-এ এই তিনটি দলের বিরুদ্ধে খেলবে ভারত। এই তিনটি ম্যাচ পরিচালনার দায়িত্বে কারা রয়েছেন, তা জানিয়ে দিল আইসিসি।

Advertisement

ভারতের প্রথম ম্যাচ ২০ জুন, বৃহস্পতিবার। বার্বাডোজ়ে আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে মাঠের দুই আম্পায়ার হলেন, রডনি টাকার ও পল রাইফেল। তৃতীয় আম্পায়ার আল্লাহুদিন পালেকর। চতুর্থ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ। ম্যাচ রেফারির দায়িত্বে রয়েছেন ডেভিড বুন।

রোহিত শর্মাদের দ্বিতীয় ম্যাচ ২২ জুন, শনিবার। বাংলাদেশের বিরুদ্ধে অ্যান্টিগায় এই ম্যাচে মাঠের দুই আম্পায়ার হলেন, মাইকেল গফ ও আদ্রিয়ান হোল্ডস্টক। তৃতীয় আম্পায়ার ল্যাংটন রুসেরে। চতুর্থ আম্পায়ার রিচার্ড কেটলবরো। ম্যাচ রেফারির দায়িত্বে রয়েছেন রঞ্জন মধুগালে।

Advertisement

সুপার ৮-এ ভারতের শেষ ম্যাচ ২৪ জুন, সোমবার। সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে মাঠের দুই আম্পায়ার হলেন, রিচার্ড কেটলবরো ও রিচার্ড ইলিংওয়ার্থ। তৃতীয় আম্পায়ার মাইকেল গফ। চতুর্থ আম্পায়ার কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারির দায়িত্বে রয়েছেন জেফ ক্রো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement