T20 World Cup 2024

বাবরের পাকিস্তানের বিরুদ্ধে কাদের নিয়ে নামবেন রোহিত? কেমন হবে ভারতের প্রথম একাদশ?

আইরিশদের হারানোর পর প্রয়োজনে প্রথম একাদশে পরিবর্তনের কথা বলেছিলেন রোহিত। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে কি তা হলে প্রথম একাদশে বদল করবে ভারত?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৯ জুন ২০২৪ ০৯:১৭
Share:

(বাঁ দিকে) রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ছবি: আইসিসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় পেয়ে আত্মবিশ্বাসী রোহিত শর্মারা। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার প্রস্তুতিও সারা হয়ে গিয়েছে ভারতীয় শিবিরের। রবিবার কি প্রথম ম্যাচের জয়ী একাদশকেই মাঠে নামাবে ভারত? আয়ারল্যান্ড ম্যাচের পর কিন্তু রোহিত প্রথম একাদশে পরিবর্তনের কথা বলেছিলেন।

Advertisement

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা কার্যত নেই। আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলা ১১ জনই মাঠে নামবেন রবিবার। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিং-বোলিংয়ের ভারসাম্য বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। তাই আগের দিনের মতোই রোহিতের সঙ্গে ইনিংস শুরু করবেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে রান না পেলেও আইপিএলে ফর্মে থাকা কোহলিকে বাদ দেওয়ার কোনও প্রশ্নই নেই। তিন নম্বরে আসবেন উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। চার নম্বরে নামবেন সূর্যকুমার যাদব। তিনিও আয়ারল্যান্ডের বিরুদ্ধে রান পাননি। পাকিস্তানের বিরুদ্ধে নিশ্চিত ভাবে খেলবেন।

ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে নামবেন অলরাউন্ডার শিবম দুবে। ব্যাটিংয়ের পাশাপাশি প্রয়োজনে তাঁকে বোলার হিসাবেও ব্যবহার করা যাবে। ছয় থেকে আট নম্বরে নামবেন আরও তিন অলরাউন্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের ভারসাম্য বৃদ্ধি করেছে চার জন অলরাউন্ডার মিলে। ছয়ে সহ-অধিনায়ক হার্দিক পাণ্ড্য, সাতে রবীন্দ্র জাডেজা এবং আট নম্বরে ব্যাট করতে নামবেন অক্ষর পটেল। অক্ষরের পরিবর্ত হিসাবে কুলদীপ যাদবের নাম নিয়েও আলোচনা হয়েছিল। তবে নাসাউ কাউন্টির ২২ গজের কথা মাথায় রেখে অক্ষরকেই খেলানো হবে তাঁর ব্যাটিং দক্ষতার জন্য।

Advertisement

শেষ তিনটি জায়গা তিন জোরে বোলারের। নয় নম্বরে যশপ্রীত বুমরার খেলা নিয়ে কোনও প্রশ্ন নেই। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভাল বল করা আরশদীপ সিংহও থাকবেন দলে। দশ নম্বরে ব্যাট করার পাশাপাশি দলের বোলিং বৈচিত্রও বৃদ্ধি করবেন তিনি। একাদশতম সদস্য হিসাবে থাকবেন মহম্মদ সিরাজ। চোট-আঘাত সমস্যা না থাকায় অপরিবর্তিত দল নিয়েই পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement