যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র।
রবিবার থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলেছে ভারত। এ বার দলের বড় ভরসা যশপ্রীত বুমরা। পিঠের চোট দীর্ঘ দিন ভুগিয়েছে তাঁকে। চোট সারিয়ে মাঠে ফিরে আবার ফর্মে ফিরেছেন বুমরা। চোট তাঁর খেলার দর্শন বদলে দিয়েছে বলে জানিয়েছেন বুমরা।
বিশ্বকাপের আগে একটি সাক্ষাৎকারে বুমরা জানিয়েছেন, এখন ফলাফল নিয়ে বেশি ভাবেন না তিনি। শুধু উপভোগ করেন। বুমরা বলেন, “চোট সারিয়ে মাঠে ফেরার পর থেকে আমার একটাই লক্ষ্য থাকে। যতটা বেশি সম্ভব খেলা উপভোগ করার চেষ্টা করি। শুধু নিজের কাজটা করি। ফলাফল কী হবে, তা নিয়ে বেশি কিছু ভাবি না।”
ফলাফলের থেকে প্রসেসকে বেশি গুরুত্ব দেন বুমরা। তিনি জানেন, ভাল খেলা তাঁর হাতে। ফলাফল নিয়ে আগে থেকে তিনি কিছু করতে পারবেন না। বুমরা বলেন, “কিছু জিনিস আমার পক্ষে যাবে। কিছু জিনিস বিপক্ষে। তাই আমি প্রসেস নিয়ে ভাবি। ক্রিকেট ভালবাসি বলেই খেলাটা খেলি। ফলাফলের কথা বেশি ভাবলে নিজের উপর চাপ বেড়ে যাবে। সেটা আমি চাই না। খেলাটা আমার নিয়ন্ত্রণে। সেটাই ভাল করার চেষ্টা করি।”
২০২২ সালের জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের পরে পিঠে চোট পান বুমরা। তার জেরে সে বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি তিনি। ২০২৩ সালের অগস্টে আবার ক্রিকেটে ফেরেন বুমরা। এ বারের আইপিএলে খুব ভাল বল করেছেন তিনি। বিশ্বকাপেও সেই ফর্ম বজায় রাখার চেষ্টা করবেন তিনি।