কুলদীপ যাদব। —ফাইল চিত্র।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮-এ উঠে প্রথম বদল করল ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে একটি বদল করা হয়েছে। দলে ঢুকেছেন কুলদীপ যাদব। বাদ দেওয়া হয়েছে মহম্মদ সিরাজকে।
গ্রুপ পর্বে তিনটি ম্যাচে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে খেলেছিল ভারত। সেখানে পেসারেরা বাড়তি সুবিধা পাচ্ছিলেন। সেই কারণে তিন পেসারকে খেলানো হয়েছিল। আরশদীপ সিংহ ও যশপ্রীত বুমরার পাশাপাশি জায়গা পেয়েছিলেন সিরাজ। কিন্তু সুপার ৮-এর প্রথম ম্যাচ হচ্ছে বার্বাডোজ়ে। ওয়েস্ট ইন্ডিজ়ের মাঠে স্পিনারদের জন্য বাড়তি সুবিধা রয়েছে। সেই কারণেই এক পেসারকে বসিয়ে এক স্পিনারকে নেওয়া হয়েছে। অর্থাৎ, এই ম্যাচে রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেলের পাশাপাশি তৃতীয় স্পিনার হিসাবে রয়েছেন কুলদীপ।
ভারত যে ওয়েস্ট ইন্ডিজ়ে বেশি স্পিনার খেলাতে পারে সেই ইঙ্গিত দল নির্বাচনের সময়ই দিয়েছিলেন রোহিত শর্মা। চার স্পিনারকে রাখা হয়েছিল ১৫ জনের দলে। সুপার ৮-এ সেটাই দেখা গেল। দলে তিন স্পিনারকে নিয়েছে ভারত।
বার্বাডোজ়ে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত। ভারত অধিনায়ক বলেন, “উইকেটে একেবারে ঘাস নেই। অর্থাৎ, পরের দিকে পিচ আরও মন্থর হবে। আফগানিস্তানের স্পিনারদের সামনে সেখানে খেলা কঠিন হবে। তাই আমরা প্রথমে ব্যাট করে রান করতে চাই। এখানে খেলতে আমরা ভালবাসি। দলে একটাই বদল হয়েছে। সিরাজের বদলে কুলদীপ এসেছে।”