BCCI

আগামী জানুয়ারিতে ইডেনে খেলবেন রোহিতেরা, বিপক্ষ ইংল্যান্ড, দেশের মাটিতে তিন সিরিজ়ের সূচি ঘোষিত

২৫ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ হবে কলকাতায়। বাংলাদেশ, নিউ জ়িল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে রোহিত শর্মারা কবে, কোথায় খেলবেন তা জানিয়ে দিল বোর্ড।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৪ ১৮:০৮
Share:

রোহিত শর্মা এবং বিরাট কোহলি। —ফাইল চিত্র।

আগামী বছর ইডেনে খেলবে ভারত। ২৫ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ হবে কলকাতায়। বাংলাদেশ, নিউ জ়িল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে রোহিত শর্মারা কবে, কোথায় খেলবেন তা জানিয়ে দিল বোর্ড।

Advertisement

বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সূচি প্রকাশ করেছে। সেখানে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দু’টি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি, কিউয়িদের বিরুদ্ধে তিনটি টেস্ট এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি এক দিনের ম্যাচের কথা উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ১৯ সেপ্টেম্বর থেকে। সেটি হবে চেন্নাইয়ে। দ্বিতীয় টেস্ট কানপুরে। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে সেই টেস্ট। টি-টোয়েন্টি সিরিজ় শুরু হবে ধর্মশালায়। ৬ অক্টোবর হবে প্রথম ম্যাচ। দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবে ৯ অক্টোবর। তৃতীয় ম্যাচটি হবে হায়দরাবাদে। ১২ অক্টোবর হবে সেই ম্যাচ।

Advertisement

চার দিন পরেই শুরু নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরু হয়ে যাবে। বেঙ্গালুরুতে প্রথম টেস্ট ১৬ অক্টোবর থেকে। পুণেতে দ্বিতীয় টেস্ট ২৪ অক্টোবর থেকে। তৃতীয় টেস্ট মুম্বইয়ে। ১ নভেম্বর থেকে শুরু সেই টেস্ট।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে ভারত। প্রথম ম্যাচ পরের বছর ২২ জানুয়ারি। হবে চেন্নাইয়ে। পরের ম্যাচটি কলকাতায়। সেটি হবে ২৫ জানুয়ারি। রাজকোটে খেলা হবে ২৮ জানুয়ারি। চতুর্থ ম্যাচ পুণেতে। ৩১ জানুয়ারি হবে সেই ম্যাচ। ২ ফেব্রুয়ারি মুম্বইয়ে হবে পঞ্চম টি-টোয়েন্টি। এক দিনের সিরিজ় শুরু ৬ ফেব্রুয়ারি থেকে। ম্যাচ হবে নাগপুরে। কটকে দ্বিতীয় ম্যাচ। ৯ ফেব্রুয়ারি হবে সেই ম্যাচ। শেষ ম্যাচ আমদাবাদে। ১২ ফেব্রুয়ারি হবে সেই ম্যাচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement