বিশ্বকাপ ট্রফি হাতে রোহিত শর্মা। ছবি: পিটিআই।
স্বপ্নপূরণ হয়েছে তাঁর। যে ট্রফি জেতার জন্য মরিয়া ছিলেন তা জিতেছেন। স্বস্তি পেয়েছেন। অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন রোহিত শর্মা। যে মাঠে ট্রফি জিতেছেন সেই বার্বাডোজ়ের ঘাস খেয়ে রাতে ট্রফি নিয়েই ঘুমোতে গেলেন তিনি। উইম্বলডন জিতে সেন্টার কোর্টের ঘাস খেয়েছিলেন নোভাক জোকোভিচ। ফুটবল বিশ্বকাপ জিতে ট্রফি নিয়ে ঘুমোতে গিয়েছিলেন লিয়োনেল মেসি।
নিজের ইনস্টাগ্রাম চ্যানেলে একটি ছবি দিয়েছেন রোহিত। সেখানে দেখা যাচ্ছে, হোটেলের বিছানায় শুয়ে তিনি। পাশে একটি টেবিলে রাখা টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। ক্যাপশনে লেখা, “শুভ সকাল।” অর্থাৎ, ট্রফি পাশে নিয়েই ঘুমোতে গিয়েছিলেন রোহিত। নিজের প্রিয় জিনিস হাতছাড়া করতে চাইছেন না তিনি।
বিশ্বকাপ জিতে রোহিতের সেই পোস্ট। ছবি: ইনস্টাগ্রাম।
একই কাজ করেছিলেন মেসি। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ জেতার পরে রাতে ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন। পরে আর্জেন্টিনা ফেরা পর্যন্ত ট্রফি তাঁর কোলেই ছিল। বোঝা যাচ্ছিল, বিশ্বকাপ জিততে তিনিও কতটা মরিয়া ছিলেন। রোহিতকেও সেই কাজ করতে দেখা গেল।
বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত। সাংবাদির বৈঠকে জানিয়েছেন, এটাই সরে যাওয়ার সেরা সময়। নতুনদের জায়গা দিতে চান তিনি। যদিও আরও একটি ভিডিয়োয় রোহিতের অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে। শনিবার ম্যাচের পরেই সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রোহিত বলেছেন, “আমি ভাবিনি যে টি-টোয়েন্টি থেকে অবসর নেব। কিন্তু পরিস্থিতি এমন এল যে করতেই হল। আমার মনে হয় সরে যাওয়ার জন্য এটাই সেরা পরিস্থিতি। বিশ্বকাপ জিতে বিদায় জানানোর মতো ভাল আর কিছুতেই নেই।” এই কথার পরেই জল্পনা শুরু হয়েছে। তা হলে কি রোহিত আগে থেকে অবসরের কথা ভাবেননি? ভবিষ্যতের কথা ভেবে কি হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি?