T20 World Cup 2024

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সতীর্থদের বার্তা রোহিতের, কী বললেন হার্দিকদের?

১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজের ভাবনা, প্রস্তুতির কথা জানিয়েছেন রোহিত। অধিনায়ক হিসাবে নিজের উপলব্ধিও ভাগ করে নিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৪ ২১:০৩
Share:

রোহিত শর্মা। — ফাইল চিত্র।

আইপিএল শেষ। আবার অধিনায়ক রোহিত শর্মা। এ বার সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নতুন প্রতিযোগিতা শুরুর আগে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে নিজের অনুভূতির কথা বলেছেন রোহিত। সতীর্থদের জন্য দিয়েছেন বিশেষ বার্তাও।

Advertisement

বড় প্রতিযোগিতা জিততে পারে না ভারত। রোহিতদের গায়ে ক্রমশ ‘চোকার্স’ তকমা এঁটে যাচ্ছে। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সব প্রতিপক্ষকেই গুরুত্ব দিচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক। সতীর্থদের উদ্দেশে তাঁর বার্তা, ‘‘সবাইকে অনুভব করতে হবে, সে দলের অংশ এবং গুরুত্বপূর্ণ সদস্য। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। দলের সবাই যাতে নিজেকে দলের গুরুত্বপূর্ণ অংশ মনে করতে পারে, সেটা নিশ্চিত করা অধিনায়কের দায়িত্ব।’’ নেতৃত্ব নিয়ে রোহিত বলেছেন, ‘‘অধিনায়ক হিসাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বিভিন্ন ধরনের ক্রিকেটারকে এক সঙ্গে সামলানো। প্রত্যেকের আলাদা ভাবনা এবং চাহিদা থাকে। একেক জন একেক রকম সমস্যা নিয়ে আসে। সেই সব সমস্যার সম্ভাব্য সেরা সমাধান খুঁজতে হয়। অধিনায়ক হিসাবে এটা আমার জন্যও খুব ভাল শিক্ষা।’’

ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘‘আমি বিশ্বাস করি, শুধু নেতৃত্বের জন্য প্রস্তুত হয়ে মাঠে নামলে হবে না। ক্রিকেটার হিসাবেও সঠিক প্রস্তুতি নিতে হবে। দু’রকম প্রস্তুতিই প্রয়োজন। আমার নেতৃত্ব দেওয়ার ধরন একটু আলাদা। প্রতিপক্ষ সম্পর্কে তথ্য এবং সে সবের বিশ্লেষণের উপর গুরুত্ব দিই। এতে তাদের ধারাবাহিক পরিবর্তনগুলো বোঝা যায়। সবাই কী ভাবে খেলছে, নতুন কী চেষ্টা করছে, এ সব বোঝা যায়। তাই বৈঠকে অনেক সময় দিই নিজেকে তৈরি করার জন্য। মাঠে তেমন কোনও পরিস্থিতি তৈরি হলে যাতে সামাল দিতে পারি। দলের অন্যদের জন্য এটা ততটা গুরুত্বপূর্ণ নয়। আমাকে বুঝতেই হয় বিষয়গুলো। প্রয়োজনীয় সব তথ্য জেনে মাঠে নামতে চাই। গুরুত্বপূর্ণ বিষয়গুলো যাতে সময় মতো সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে পারি। সব বোঝা ওদের উপর চাপাতে চাই না।’’

Advertisement

রোহিত আরও বলেছেন, ‘‘প্রতিপক্ষ, মাঠ, সব কিছু সম্পর্কে যা যা জানা দরকার সব কিছু বোঝার চেষ্টা করি। টি-টোয়েন্টি ক্রিকেট এখন এমন একটা জায়গায় চলে এসেছে, সকলে নিজের মতো করে খেলার চেষ্টা করে। সেগুলো জেনে-বুঝে রাখা গুরুত্বপূর্ণ। সেই মতো প্রস্তুতি নিতে হয়। বোলার, ব্যাটারদের পরামর্শ দিই। প্রতিপক্ষের কে কী ভাবে ব্যাট করে, তাকে কেমন বল করা দরকার এই তথ্য বিশ্লেষণ এখন প্রস্তুতির অংশ হয়ে গিয়েছে।’’

রোহিত বলেছেন, সতীর্থদের যতটা সম্ভব চাপ মুক্ত রাখতে চান অধিনায়ক হিসাবে। যাকে যে টুকু বলা দরকার, তাকে সে টুকুই বলেন। সবাইকে সব কিছু বলে বিষয়টাকে জটিল করার পক্ষে তিনি নন। নির্দিষ্ট পরিকল্পনা এবং তার বাস্তবায়ন ছাড়া এখন টি-টোয়েন্টি ম্যাচ জেতা কঠিন বলে অভিমত রোহিতের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement