ইমরান খান। — ফাইল চিত্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে রবিবার নিউ ইয়র্কে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচে লাগল রাজনীতির রং। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খানের মুক্তির দাবি তুললেন তাঁর অনুগামীরা।
দুর্নীতির অভিযোগে জেলবন্দি রয়েছেন পাকিস্তানের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক। অথচ রবিবার নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে তাঁর প্রভাব টের পেলেন দু’দেশের ক্রিকেটপ্রেমীরা। ইমরান ভারত-পাকিস্তান খেলা দেখতে যাননি। পাকিস্তানে জেলবন্দি প্রাক্তন অধিনায়কের সেই সুযোগও নেই। আসলে ম্যাচের মাঝে স্টেডিয়ামের উপর দিয়ে উড়ে যায় একটি ছোট বিমান। সেই বিমানে বাঁধা ছিল একটি ব্যানার। তাতে লেখাছিল, ‘‘ইমরান খানকে মুক্তি দিন।’’ প্রাক্তন প্রধানমন্ত্রীর মুক্তির দাবিকে আন্তর্জাতিক মঞ্চে এ ভাবেই তুলে ধরেছেন তাঁর অনুগামীরা। ক্রিকেটপ্রেমীদের নজর এড়ায়নি ‘ইমরান খানকে মুক্তি দিন’ লেখা ব্যানার। স্টেডিয়ামের উপর দিয়ে ব্যানার বাঁধা বিমানের উড়ে যাওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
আন্তর্জাতিক ক্রিকেটে ইমরানকে মুক্তির দাবি এই প্রথম নয়। এর আগে পাকিস্তান-আয়ারল্যান্ড সিরিজ়ে এক ইমরান অনুগামীকে ‘ইমরান খানকে মুক্তি দিন’ লেখা পোস্টারের উপর মহম্মদ রিজ়ওয়ানের সই নিতে দেখা গিয়েছিল।
২০১৯ সালের এক দিনের বিশ্বকাপের সময়ও বিভিন্ন দাবি নিয়ে একাধিক ম্যাচে এমন বিমান উড়তে দেখা গিয়েছিল। যেমন এজবাস্টনে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের মাঝে মাঠের উপর দিয়ে উড়ে যাওয়া বিমানের ব্যানারে লেখা ছিল, ‘বিশ্বের উচিৎ বালুচিস্তান প্রসঙ্গে আলোচনা শুরু করা।’ আবার হেডিংলেতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের সময় দেখা গিয়েছিল, ‘‘কাশ্মীরের জন্য ন্যায়বিচার’ এবং ‘ভারত গণহত্যা বন্ধ কর এবং কাশ্মীরকে মুক্ত কর’ লেখা ব্যানার।