পাকিস্তানের নির্মম প্রতিশোধ, চাপের মুখে বাংলাদেশের আত্মসমর্পণ

পাকিস্তানের ব্যাটিং শেষেই বোঝা গিয়েছিল এই রানের লক্ষ্যে পৌঁছনো প্রায় অসম্ভব। পারেওনি বাংলাদেশ। ৫৫ রানে পাকিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ। এই পাকিস্তানকেই এশিয়া কাপে ঘরের মাঠে হারিয়ে দিয়েছিলেন মাশরাফিরা। তারই মধুর প্রতিশোধ নিল পাকিস্তান। বোলিং, ব্যাটিং দুই বিভাগেই এদিন বাংলাদেশকে ছাপিয়ে গেলেন আফ্রিদিরা।

Advertisement
শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৬ ১৫:০৪
Share:

হতাশ বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। ছবি-গেটি ইমেজেস।

পাকিস্তানের ব্যাটিং শেষেই বোঝা গিয়েছিল এই রানের লক্ষ্যে পৌঁছনো প্রায় অসম্ভব। পারেওনি বাংলাদেশ। ৫৫ রানে পাকিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ। এই পাকিস্তানকেই এশিয়া কাপে ঘরের মাঠে হারিয়ে দিয়েছিলেন মাশরাফিরা। তারই মধুর প্রতিশোধ নিল পাকিস্তান। বোলিং, ব্যাটিং দুই বিভাগেই এদিন বাংলাদেশকে ছাপিয়ে গেলেন আফ্রিদিরা। বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ। যা একটু লড়লেন তিনি সাকিব। টি২০তে হাজার রানও করে ফেললেন সাকিব। কিন্তু দলকে জয় এনে দিতে পারলেন না। উল্টোদিকে ব্যাটে বলে সফল পাকিস্তানের ব্যাটসম্যানদের হাত থেকে এল জোড়া হাফ সেঞ্চুরি। এক রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করলেন আফ্রিদি। বল হাতে জোড়া উইকেট নিলেন আফ্রিদি।

Advertisement

ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে গেল ১৪৬ রানে। দারুণ ফর্মে থাকা তামিম ইকবালের ব্যাট থেকে এদিন রান এল না। ফ্লপ সৌম্য সরকারও। সাব্বির রহমান আউট হলেন ২৫ রানে। সাকিব করলেন সর্বোচ্চ রান। করলেন হাফ সেঞ্চুরি, থাকলেন অপরাজিত। কিন্তু ম্যাচ শেষে হতাশাই এল বাংলাদেশ শিবিরে। বিশ্বকাপের শুরুটা ভারতের মতোই ভাল হল না বাংলাদেশেরও।

নির্ধারিত ওভারে বাংলাদেশ ১৪৬/৬।

Advertisement

• সাকিবের হাফ সেঞ্চুরি।

• সাকিবের ছক্কা।

• ১৯ ওভারে বাংলাদেশ ১৩৪/৬।

• আউট হলেন মুশফিকুর ও মিঠুন।

• ১৮ ওভারে বাংলাদেশ ১২৩/৬।

• ১৭ ওভারে বাংলাদেশ ১১১/৫।

• ১৬ ওভারে বাংলাদেশ ১০৫/৪।

• ১৫ ওভারে বাংলাদেশ ৯৮/৪।

• টি২০তে ১০০০ রান করলেন সাকিব।

• মহম্মদ ইরফানকে সাকিবের বাউন্ডারি।

• ৩৬ বলে বাংলাদেশকে করতে হবে ১০৯ রান। হাতে রয়েছে ৬ উইকেট।

• ১৪ ওভারে বাংলাদেশ ৯৩/৪।

• রিয়াজের বলে বাউন্ডারি হাঁকালেন মুশফিকুর।

১৩ ওভারে বাংলাদেশ ৮৭/৪।

• মুশফিকুরের বাউন্ডারি ওয়াসিমকে।

• সাকিবের সঙ্গে ব্যাট করতে এলেন মুশফিকুর রহিম।

• ১২ ওভারে বাংলাদেশ ৭৯/৪।

• আফ্রিদির আউটের আবেদন। কিন্তু নাকট করলেন আম্পায়ার।

• এখন সাকিবের হাতে বাংলাদেশের ভাগ্যা। যদিও এখান থেকে জয় তুলে নেওয়া কঠিন।

• আমাদ ওয়াসিমের বলে শারজিল খানকে ক্যাচ দিয়ে মাত্র ৪ রান করে আউট মাহমুদুল্লাহ।

• মাহমুদুল্লাহ আউট...

• ১০ ওভারে বাংলাদেশ ৬৯/৩।

• আফ্রিদিকে সাকিবের বাউন্ডারি।

• ৯ ওভারে বাংলাদেশ ৬১/৩।

• সাকিবের সঙ্গে ব্যাট করতে এলেন মাহমুদুল্লাহ।

• আগেই আউট হয়ে গিয়েছে সৌম্য ও সাব্বির।

• এতদিন ব্যাট হাতে দলকে ভরসা দিচ্ছিলেন তিনিই। কিন্তু পাকিস্তানের বিরাট লক্ষ্যের সামনে তাঁর আউট হয়ে যাওয়া বাংলাদেশের কাছে দুঃসংবাদের মতো।

• আফ্রিদির বলে ইমাদ ওয়াসিমকে ক্যাচ দিয়ে ২৪ রান করে আউট হলেন তামিম ইকবাল।

• আউট তামিম...

• রান নিতে গিয়ে জুতো খুলে গেল সাকিবের। জুতো এগিয়ে দিলেন আফ্রিদি।

৭ওভারে বাংলাদেশ ৫৬/২।

• শোয়েবের আউটের আবেদন। ওয়াইড দিলেন আম্পায়ার।

• শোয়েব মালিককে তামিমের ছক্কা।

• ৬ ওভারে বাংলাদেশ ৪৫/২।

• ব্যাট করতে এলেন সাকিব।

• শহিদ আফ্রিদির বলে ২৫ রান করে বোল্ড হয়ে ফিরলে সাব্বির রহমান।

• আউট সাব্বির...

• আফ্রিদিকে সাব্বিরের বাউন্ডারি।

• আফ্রিদির বলে তামিমের ছক্কা।

• ৫ ওভারে বাংলাদেশ ৩৩/১।

• সাব্বিরের আবার বাউন্ডারি। বল করছেন ওয়াহাব রিয়াজ।

৪ ওভারে বাংলাদেশ ২৬/১।

• মহম্মদ ইরফানের ওয়াইড বল।

• সাব্বির ব্যাট করছেন ১৪ রানে। তামিমের রান ৫।

৩ ওভারে বাংলাদেশ ২১/১।

• আমিরকে আবার বাউন্ডারি হাঁকালেন সাব্বির।

• ২ ওভারে বাংলাদেশ ১৫/১।

• মহম্মদ ইরফানকে সাব্বিরের বাউন্ডারি।

• ১ ওভারে বাংলাদেশ ৬/১।

• আমিরকে বাউন্ডারি সাব্বিরের।

• তামিমের সঙ্গে ব্যাট করতে এলেন সাব্বির রহমান।

• মহম্মদ আমিরের বলে কোনও রান না করেই বোল্ড হয়ে প্যাভেলিয়নে ফিরলেন সৌম্য সরকার।

• তৃতীয় বলেই বাংলাদেশের প্রথম উইকেট তুলে নিলেন আমির।

• বল করছেন মহম্মদ আমির।

• দলের হয়ে এক রান নিয়ে খাতা খুললেন তামিম।

• ব্যাট করতে এসেছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।

• বাংলাদেশের ব্যাটিং শুরু।

ইডেনে বিশ্বকাপের শুরুটা দারুণভাবেই করল পাকিস্তান। বাংলাদেশের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটাও প্রমাণ হয়ে গেল পাকিস্তানের ব্যাটে। বাংলাদেশের সামনে ২০২ রানের লক্ষ্যমাত্রা রাখল পাকিস্তান। সকলেই প্রায় ব্যাট হাতে সাফল্য পেলেন। সেভাবে জ্বলে উঠতে দেখা গেল না বাংলাদেশের বোলিং লাইন আপকে। দুই ওপেনার শারজিল ও শেহজাদের ব্যাটেই শক্ত ভীত তৈরি করে নিয়েছিল পাকিস্তান। তার উপরই খেলে গেলেন হাফিজ ও আফ্রিদি। শেহজাদ ও হাফিজের ব্যাট থেকে এল হাফ সেঞ্চুরিও। বল হাতে বাংলাদেশের হয়ে জোড়া উইকেট নিলেন তাসকিন ও আরাফত। একটি উইকেট সাব্বিরের।

• ২০ ওভারে পাকিস্তান ২০১/৫।

• ১৯ বলে আফ্রিদি করলেন ৪৯ রান। তাঁর ব্যাট থেকে এল ৪টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি।

• তাসকিন আহমেদের বলে বড় শট নিতে গিয়ে মাহমুদুল্লাহকে ক্যাচ তুলে দিলেন আফ্রিদি।

• ৪৯ রানে আউট আফ্রিদি।

• আবার বাউন্ডারি শোয়েবের।

• তাসকিনের ফুলটস বাউন্ডারির বাইরে পাঠালেন শোয়েব মালিক।

• ১৯ ওভারে পাকিস্তান ১৮৯/৪।

• এবার ছক্কা। সেই সাকিবকেই সেই আফ্রিদির।

• সাকিবকে আফ্রিদির বাউন্ডারি।

• আফ্রিদির সঙ্গে ব্যাট করতে এলেন শোয়েব মালিক।

• ১৮ ওভারে পাকিস্তান ১৭৬/৪।

• কোনও রান না করেই তাসকিনের বলে সাকিবকে ক্যাচ দিয়ে ফিরলেন আকমল।

• আউট.....

• ৩৭ রানে ব্যাট করছেন শহিদ আফ্রিদি।

• আফ্রিদির সঙ্গে ব্যাট করতে এলেন উমর আকমল।

• দারণ ফিল্ডিং সৌম্যর।

• ১৭ ওভারে পাকিস্তান ১৬৮/৩।

• তাসকিন আহমেদকে আফ্রিদির ছক্কা।

• ৬৪ রানে আরাফতের বলে সৌম্যকে ক্যাচ দিয়ে আউট হাফিজ।

• আরাফত সানির বলে হাফিজের ক্যাচ নিলেন সৌম্য।

• অসাধারণ ক্যাচ সৌম্য সরকারের।

১৬ ওভারে পাকিস্তান ১৫৭/২।

• আল আমিনকে ছক্কা আফ্রিদির।

• ১৫০ রান পাকিস্তানের।

• আল আমিনকে পর পর বাউন্ডারি হাফিজের।

• মহম্মদ হাফিদের হাফ সেঞ্চুরি। ৩৬ বলে ৫০ রান করলেন তিনি।

১৫ ওভারে পাকিস্তান ১৩৯/২।

• আফ্রিদির ছক্কা। মাশরাফিকে।

• মাশরাফিকে আফ্রিদির পর পর বাউন্ডারি।

• ১৪ ওভারে পাকিস্তান ১২১/২।

• ব্যাট করতে এসেছেন আফ্রিদি।

• ৫২ রান করে সাব্বিরের বলে মাহমুদুল্লাহকে ক্যাচ দিয়ে ফিরলেন আহমেদ শেহজাদ।

• আউট........

• এই মুহূর্তে পাকিস্তানের রান রেট ৯।

• ১৩ ওভারে বাংলাদেশ ১১৭/১।

• আহমেদ শেহরজাদের হাফ সেঞ্চুরি। ৩৫ বলে করলেন ৫০ রান।

• মাশরাফিকে পর পর বাউন্ডারি হাফিজ ও শেহজাদের।

• ৪৫ রানে আহমেদ শেহজাদ ও ৪১ রানে মহম্মদ হাফিজ ব্যাট করছেন।

• ১২ ওভারে পাকিস্তান ১০৬/১।

• আল আমিন হোসেনকে বাউন্ডারি আহমেদের।

• ১১.২ ওভারেই ১০০ রানে পাকিস্তান।

• ১১ ওভারে পাকিস্তান ৯৯/১।

• সাকিবকে বাউন্ডারি।

• ১০ ওভারে পাকিস্তান ৯০/১।

• সাব্বির রহমানকে বাউন্ডারি হাঁকালেন আহমেদ।

• ৮ ওভারে পাকিস্তান ৭৭/১।

• মাশরাফিকে জোড়া বাউন্ডারি শেহজাদের।

• ১৯ রানে ব্যাট করছেন মহম্মদ হাফিজ ও ২০ রানে আহমেদ শেহজাদ।

• বল করতে এলেন অধিনায়ক মাশরাফি।

• ৭ ওভারলে পাকিস্তান ৫৯/১।

• বল করতে এসেছেন আরাফত সানি।

• ৬ ওভারে পাকিস্তান ৫৫/১।

• সাকিবকে মহম্মদ হাফিজের বাউন্ডারি।

• তৃতীয় আম্পায়ার জানিয়ে দিলেন আউট নন হাফিজ।

• স্টাম্প আউটের আবেদন বাংলাদেশের।

• বল করতে এসেছেন সাকিব আল হাসান।

• ৫ ওভারে পাকিস্তান ৪৪/১।

• আহমেদ শেহজাদের বাউন্ডারি সানিকে।

• ৪ ওভারে পাকিস্তান ৩৮/১।

• মিড অফ থেকে সরাসরি স্টাম্পে বল লাগলেএ মহম্মদ হাফিজ আগেই পৌঁছে গিয়েছিলেন। তাই তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নট আউট।

• তাসকিন আহমেদকে বাউন্ডারি আহমেদ শেহজাদের।

• ৩ ওভারে পাকিস্তান ৩২/১।

• আরাফত সানিকে মহম্মদ হাফিজের ছক্কা।

• আরাফত সানির বলে বোল্ড হলেন শারজিল খান। করলেন ১৮ রান।

• পাকিস্তানের প্রথম উইকেট তুলে নিল বাংলাদেশ।

• ২ ওভারে পাকিস্তান ২৫/০।

• এক ওভারে দুটো ছক্কা ও একটি বাউন্ডারি দিয়ে ১৮ রান দিলেন আল আমিন।

• আল আমিনকে পর পর ছক্কা হাঁকালেন শারজিল খান ।

• প্রথম ওভারের শেষ পাকিস্তান ৭/০।

• পাকিস্তানের হয়ে ব্যাট করছেন শারজিল খান ও আহমেদ শেহজাদ।

• খেলা শুরু।

ম্যাচ শুরুর আগে ইডেনের গ্যালারিতে বাংলাদেশ সমর্থকদের উচ্ছ্বাস। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ইতিহাস ফিরে পেতে চাইছে বাংলাদেশ। টি২০ বিশ্বকাপের সুপার টেনের প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে আবার অন্য আবেগ। ২৫ বছর পর ঐতিহাসিক ইডেনে খেলতে নামছেন সাকিবরা। দলে আসতে পারেন আবু হায়দার রনি। মঙ্গলবারই চেন্নাই থেকে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে কলকাতায় এসেছেন তাসকিন। এমন অবস্থায় তাঁর উপরই ভরসা রাখছে দল। তবে খবর ফিট হয়ে গেলেও দলে ফিরছেন না কাটার মাস্টার মুস্তাফিজুর। এশিয়া কাপের সময় চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। আজ পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement