শুক্রবারের ম্যাচে সূর্যকুমার। ছবি আইপিএল
মুম্বই ইন্ডিয়ান্সের শেষ ম্যাচে ছন্দে ফিরে ক্রিকেটপ্রেমীদের ভরসা দিয়েছেন সূর্যকুমার যাদব। তাঁর দল আইপিএল থেকে ছিটকে গিয়েছে। ফলে কিছুটা অতিরিক্ত বিশ্রাম পাচ্ছেন তিনি। তার পরেই ভারতীয় দলে যোগ দেবেন, যারা দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামবে।
শুক্রবার ম্যাচের পর সূর্য বলেছেন, “শারীরিক ভাবে আমি ভাল জায়গায় আছি। শরীরে বলের আঘাত লাগার পরেও কিছু হয়নি। যাই হোক না কেন, মুখে সব সময় হাসি রাখার চেষ্টা করি। হায়দরাবাদের বিরুদ্ধে আমাদের হারানোর কিছু ছিল না। একটা লক্ষ্য ছিল সামনে। সেটার পিছনে ছুটে গিয়েছি।”
সূর্যের সংযোজন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে আসছে। বিরাট বড় প্রতিযোগিতা। তবে এর জন্যে আলাদা করে নিজের খেলায় কোনও পরিবর্তন আনছি না। যে প্রক্রিয়া মেনে চলছিলাম, যে নিয়ম ছিল সব একই থাকছে। আপাতত বিশ্বকাপে ভাল খেলার অপেক্ষায় রয়েছি।”
গত বারের আইপিএল-এ ভাল খেলার সুবাদে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন সূর্য। এ বারের আইপিএল-এ তাঁকে পুরনো ছন্দে দেখা যাচ্ছিল না। কিন্তু শেষ ম্যাচে তাঁর ৪০ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস সমর্থকদের পাশাপাশি বিরাট কোহলীর মাথা থেকেও চিন্তা দূর করে দিয়েছে।