—প্রতীকী চিত্র।
ঐতিহাসিক মোড়ে পৌঁছে গেল সোনার দাম। সোমবার নজিরবিহীন ভাবে কলকাতার বাজারে কর যোগ করে তা ছাড়াল লাখ টাকার গণ্ডি। ক্রেতারা আতান্তরে। প্রমাদ গুনছেন ব্যবসায়ীরা। বিশেষজ্ঞদের দাবি, দাম কোথায় উঠবে বোঝা যাচ্ছে না। এমন চলতে থাকলে খুব তাড়াতাড়ি জিএসটি ছাড়াই তা লাখ টাকার গণ্ডি পেরিয়ে যাবে। তবে সোনা যে কার্যত সাধারণ রোজগেরে মধ্যবিত্তের নাগালের বাইরে বেরিয়ে গিয়েছে, মানছেন সবাই। তাঁদের মতে, মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস ওঠা এই সব মানুষ আর শখ করেও তা কেনার কথা ভাবতে পারছেন না। অনেকে বিয়ে বা অন্য কোনও অনুষ্ঠানের জন্য কিছুটা বাধ্য হয়েই কিনছেন।
নজির গড়ে এ দিন প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট পাকা সোনার দাম হয় ৯৭,৩০০ টাকা। জিএসটি যোগ করে ১,০০,২১৯ টাকা। এক দিনেই দাম বেড়েছে ১০০০ টাকা। পাল্লা দিয়ে চড়েছে গয়নার সোনাও। কর ছাড়া তা ৯২,৪৫০ টাকা আর ধরে ৯৫,২২৩.৫০ টাকা। গত এক সপ্তাহে খুচরো পাকা সোনার দাম বেড়েছে ৩০০০ টাকা। এক মাসে বেড়েছে ৮৪৫০ টাকা। আর এক বছরে বৃদ্ধির অঙ্ক ২৩,৪০০ টাকা।
ইছাপুরের অনিমেশ মুখোপাধ্যায়ের মেয়ের বিয়ে এই বৈশাখেই। বলছেন, ‘‘সোনা দিয়ে সাজিয়ে দেওয়ার স্বপ্ন পূরণ হল না। যতটুকু না দিলেই নয় দিচ্ছি। তাতেও সামাল দেওয়া কঠিন হচ্ছে।’’ বেলেঘাটার পূজা তালুকদার মেয়ের অন্নপ্রাশনের সোনা কাটছাঁট করে শুধু আংটিতে নামিয়েছেন। তাঁর দাবি, ৫ গ্রাম ওজনেই প্রায় ৬০,০০০ টাকা পড়ছে। দাম না কমলে আর সোনা কেনা যাবে না। গয়নার কারিগর সুদর্শন ঘোষের আক্ষেপ, ‘‘পয়লা বৈশাখের এক-দু’দিন পরেই গয়নার বিপণিগুলি থেকে অক্ষয় তৃতীয়ার জন্য তৈরির বরাত আসত। এ বার পয়লা বৈশাখ মার খেয়েছে। অক্ষয় তৃতীয়াও খাবে মনে হয়। চিন্তায় আছি।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে